• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির মোবাইল অপারেটর “WIND,TIM,VODAFONE,TRE”নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস যা সবার কাজে লাগবে।

ByLesar

Sep 16, 2013

বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য যারা ইতালি প্রবাসী তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি যা আপনার কাজে লাগবে। যেমন যারা ইতালি রয়েছেন তাদের সবারই মোবাইল ফোন রয়েছে, এবং অনেকে যার যার মনমতো বিভিন্ন মোবাইল অপারেটরের নাম্বার ব্যবহার করে থাকেন। কিন্তু এই মোবাইল কম্পানি গুলো আমাদের সাথে কিন্তু অনেক চালাকি করে থাকে যা আমরা সহজে বুঝতে পারিনা বা যারা নতুন তাদের জন্যতো এই কাজ টি অনেক কষ্টের।

ওরা অনেক স্মার্ট ভাবে কাজ গুলো করে থাকে যা সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যায় সনাক্ত করতে। যাই হোক তার জন্য রয়েছে আমিওপারি ডট কম। আজকে আমরা আপনাদের কাছে ওদের একটি চালাকি ধরিয়ে দিবো, এতে করে আপনার সামান্য করে হলেও কিছু উপকার আসবে। তাহলে কাজের কথায় আসি।

আপনারা যখনি নতুন কোন সিম নেন ওরা সেই সিমে ডিফল্ট ভাবে কিছু অপ্রয়োজনীয় অপশন চালু করে রাখে যা আমাদের প্রয়োজন পড়ে না। যেমন তার মধ্যে একটি হচ্ছে Voice call বা ইতালিয়ান ভাষায় যেটাকে বলে Segreteria মানে আপনাকে কেউ ফোন করলে যদি আপনার ফোনটি বন্ধ থাকে বা আপনি অন্য কারো সাথে কথায় ব্যস্ত বা আপনার মোবাইল চালু রয়েছে কিন্তু নেটওয়ার্ক কভার করতে পারছে না। এমতাবস্তায় আপনাকে যে কল করেছে তাকে Segreteria তে ট্র্যান্সফার করে দিয়ে বলবে আপনার বন্ধুর voice call চালু রয়েছে আমাদের কাছ থেকে বিপ শুনার পর আপনি আপনার মনের কথা বলুন যা রেকর্ড হয়ে থাকবে (এবং এর জন্য আপনি ১৮ সেন্ট পার মিনিট বাঁশ খাবেন ও পরে এই রেকর্ড করা মেসেজটি যদি আপনার বন্ধু শূনতে চায়? তাহলে তাকেও টাকা পেমেন্ট করে শূনতে হবে, তারমানে আপনারাদের দুই পক্ষকেই বাঁশ দেওয়ার জন্য সুন্দর সুব্যবস্থা করে রাখা আছে।) আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে যদি এই কাজটি আপনার সম্মনি নিয়ে করা হয় তাহলেও মনটাকে বুঝাতে পারতাম কিন্তু ওরা এখানেও চালাকি করে। যেমন আপনি আপনার বন্ধুকে কল করার ৫ সেকেন্ডের মধ্যে ওরা অটোমেটিক voice call  এ নিয়ে যায়, আপনাকে বুঝার সময়টাও দিবে না এবং আপনি যখন Segreteria শূনতে পেয়ে যে সময়ের মধ্যে কল কাটবেন তার মদ্ধেই ওরা আপনার ব্যালেন্স থেকে ১৮ সেন্ট কেটে নিবে। তো এব্যাপারটা আমার মনে হয় সবার সাথেই ঘটেছে। আজ আমরা ওদের এই চালাকি থেকে চিরতরে বাঁচবো এবং এবার থেকে ওদের বাঁশ দিবো। এতদিন ওরা আমাদের কাছ থেকে অনেক টাকা এভাবে কেটে নিয়েছে কিন্তু না আর মেনে নেওয়া যায়না।

তো বন্ধুরা আপনারা সবাই প্রস্তুত? তাহলে আসুন দেখি কিভাবে এই অটোমেটিক Segreteria কে ডিজেবল বা নিষ্ক্রিয় করা যায়। এটি খুব সহজ একটি পদ্ধতি যা করতে আপনার ১০ সেকেন্ডও লাগবেনা যদি উপায় জানেন, আর না জানলে তোঁ বুঝতেই পারছেন। আপনি আপনার মোবাইল ফোন হাতে নিন। নিয়ে ফোনে ডায়াল করেন ##002# এই নাম্বারটি দিয়ে কল করার বাটনে টিপুন দেখবেন কাজ হয়ে গেছে। এবং এখন থকে কখনোই আপনার বন্ধু আপনাকে আর এই অপবাদ দিবে না, যে ধুর শালা তরে মিস কল দিতে গিয়ে আমি ১৮ সেন্ট বাঁশ খেলাম। এবং আপনি এই কাজটি করার আগে বাস্তব প্রমান নিয়ে নিতে পারেন। যেমন প্রথমে যে সিমে এই অপশনটি নিষ্ক্রিয় করতে চান সেটি প্রথমে বন্ধ করুন। এবং অন্য কোনো ফোন দিয়ে আমার বন্ধ করা নাম্বারে কল করুন তবে কল করার সাথে সাথে নিজেকে সজাগ রাখুন যখনি Segreteria এর Se শুনার সাথে সাথে কেটে দিবেন। তা নাহলে আপনার ১৮ সেন্ট কেটে নিবে। তো আপনি আগে কনফার্ম হয়ে নিলেন যে আপনার বন্ধ করা নাম্বারে Segreteria চালু রয়েছে। এবার সেটি ওপেন করে আমার দেওয়া ##002# এই নাম্বারটি দিয়ে নিষ্ক্রিয় করে পুনরায় আবার বন্ধ করুন এবং আগের মতো আবার অন্য ফোন দিয়ে কল করে দেখুন আর Segreteria বলবে না। এবার বলবে এরকম (Tim,messaggio gratuito, il cliente da lei chiamato non è al momento raggiungibile?) আর ইংলিশে (Tim, free message, the customer you have dialed is not reachable at the moment)।

উল্লেক্ষ আমাদের পরবর্তী টিপস থাকবে কিভাবে অনলাইনের মাধ্যমে WIND,TIM,VODAFONE ইত্যাদি সব মোবাইল অপারেটর ব্যবহার কারীরা তাদের সিম সম্পর্কে সব বিস্তারিত তথ্য পেতে পারেন। যেমন আপনার নাম্বারে কতো ক্রেডিট রয়েছে আপনার সিমের প্রোফাইল কি? বা সবচাইতে বড় মজার জিনিস হোল আপনার নাম্বার থেকে কাকে কাকে ফোন করেছেন তার সব লিস্ট একসাথে পেয়ে যাবেন। তাই আমরা এই টিপসটি শেয়ার করার আগে চিন্তা ভাবনা করে দেখছি… যে এটা শেয়ার করবো? না করবোনা। কারন এই টিপস এর মাধ্যমে আপনার সকল কুকর্মের তথ্য আপনার ভালবাসার মানুষ জেনে যাবে। মানে আপনি বিগত সময়ে আপনার নাম্বার দিয়ে কার কার কাছে কল দিয়েছেন তার সব লিস্ট চলে আসবে। এবং আপনার সঙ্গিনী যদি আপনাকে বলে আমি তোমার কল রেকর্ড দেখবো? আর যদি আপনি কোন অপকর্ম করে থাকেন? তাহলে বুঝতেই পারছেন আপনার কি হবে। তাই এ ব্যাপারে আমরা একটি পোল এর ব্যবস্থা করতে চাই, মানে ভোটাভুটি যদি হা জয়ী হয় তাহলে প্রকাশ করবো। আর না জয়ী হলে আর প্রকাশ করা হবে না।নিচে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাদের সাহায্য করুন, ধন্যবাদ।

[poll id=”5″]

আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “ইতালির মোবাইল অপারেটর “WIND,TIM,VODAFONE,TRE”নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস যা সবার কাজে লাগবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *