শাইরা হোসেন রানীঃ ইতালির নগরী রোমে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এক প্রবাসী মা। দেশ থেকে বহুদূর এই প্রবাসের মাটিতে এসে স্বামীগৃহে নির্যাতিত এই মায়ের দিন কাটে ইতালির রোমের বিভিন্ন জায়গা ও বাঙ্গালী দোকানে পিঠা বিক্রি করে। চরম আর্থিক সঙ্কটে থেকে কাজ না পেয়েও হার মানেন নি বা কারো কাছে হাত পাতেন নি অপ্রতিরোধ্য এই মা এবং প্রতিনিয়ত হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন নিজ সন্তানদের সুন্দর একটি জীবন গড়ে দিতে।
“মাগো তোমার নেই তুলনা” আসলেই মায়ের তুলনা শুধু মা নিজেই। পৃথিবীর সমস্ত কষ্ট মাথা পেতে নিয়ে সন্তানের মঙ্গলের জন্য ও তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য প্রতিনিয়ত থাকে মায়ের সংগ্রাম। তেমনি ইতালি প্রবাসী “শামীমা” এমন একটি মা জিনি স্বামীর সংসারে অত্যাচারিত হয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে পারী জমিয়েছিলেন ইতালিতে। কিন্তু সবার মতো তার সেই সৌভাগ্য না থাকায়!! এখানে এসে তাকে হতাশ হতে হয়। কঠিন বাস্তবতার সম্মুখীন হতে বেশিদিন লাগেনি তার। ইতালিতে যেখানে অর্থনৈতিক মন্দা দিনদিন বেড়েই চলেছে! এবং বিভিন্ন কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ার কারনে বেকারত্ব বেড়ে চলেছে! সেখানে নিজের জন্য জায়গা করে নিতে কোন ভাবেই পেড়ে উঠছিলেন না “শামীমা” । অনেক চেষ্টা করেও কাজ না পেয়ে অবশেষে এই সংগ্রামী নারী বেঁছে নিয়েছেন পিঠা বিক্রির কাজ। মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন কঠোর পরিশ্রম করে বিভিন্ন বাঙ্গালী দোকানে এবং বাঙ্গালী জনবল এলাকায় নিজের বানানো পিঠা বিক্রি করা শুরু করেন তিনি। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিঃ
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]