• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

চলুন পাল্টে দেই নিজেদের,আরো একবার !

ভেবেছিলাম আর লিখব না , সমালোচনা করব না । কিন্তু না করে পারলাম না । আবার কি বোর্ড ধরতে হল। থাক আর ভূমিকা করে লম্বা করব না । সরাসরি কথায় চলে যাই।

আমি রোমের সেন্তসেল্লেতে থাকি। সে অনুযায়ী ক্যাসেলিনিয়া পার্ক আমার বাসার অনেক কাছে।আর বাঙ্গালিদের একমাত্র মিলন মেলা “বৈশাখী মেলা” অনুষ্ঠিত হয় ক্যাসেলিনিয়া পার্কে ।বন্ধুদের সাথে নিয়ে আমি প্রতিদিন মেলায় গিয়েছি আর আনন্দ করার চেষ্টা করেছি ,কিন্তু করতে পারিনি।
বেশ কিছু বার মুখ ফস্কে বের হয়ে গেছে “আমি বাঙ্গালি,আমি কুলাঙ্গার। ”

মেলার প্রথম দিন জাতীয় সঙ্গিত দিয়ে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। তার পরে বিভিন্ন শিল্পীরা মঞ্চে গান পরিবেশন করে । দর্শকদের মাঝে ছিল উপচে পড়া ভীড় । সব কিছুই ঠিক ছিল তবে দর্শকদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নি। কিন্তু মেলার শেষ পর্যায়ে যখন হিন্দি গানের সাথে একজন সুন্দরি তরুনি নেচে উঠল সব ছেলের দল ঝাপিয়ে পড়ল মঞ্চের সামনে । আর শুরু করে দেয় নাচানাচি নামক ধাক্কাধাক্কির খেলা ।মঞ্চের মহিলা আর শিশুদের অবস্থান থাকলেও ঐ উচ্ছল তরুন গুলি তার তোয়াক্কা না করে নোংড়া ভঙ্গীতে ধাক্কাধাক্কি করতে থাকে। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল বিবেকে বাধা দিল । আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি ঐ পরিবেশে । তার পর দিন আবার কি হল ? হিন্দি গানের আসর জমল বাঙ্গালির প্রানের মেলায় । আচ্ছা এইটাই কি আমাদের নতুন প্রজন্মকে সংস্কৃতির সাথে পরিচিত করার প্রচেষ্টা ?
আর মেলার শেষ দিনের কথা হইতবা আপনারা অনেকেই জানেন না । সব কিছুই ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত না হিন্দি গান “ধুম মাচালে” টান না পড়েছে। মহিলা শিশুদের কথা মাথায় না রেখে সব এক সাথে ঝাপিয়ে পড়ে আর শুরু করে দেয় নষ্টা নোংড়ামি ।দর্শকদের উদ্দেশ্য করে পানি ছুড়া , শিল্পীর কাপড় ধরে টান দেওয়া ,স্টেজে বোতল ছুড়ার মত নগণ্য কাজ করতেও বাকি রাখেনি ছেলে গুলি ।
আমি যখন মেলা থেকে মাথা নিচু করে বাসার দিকে আসছিলাম কেঊ এক জন পিছন থেকে চিৎকার করে বলছে “আমি বাঙ্গালি,আমি জারজ” ।
হ্যাঁ আমার কথা গুলি পড়ে অনেকের সুশীল অন্তরে আঘাত লাগতে পারে কিন্তু ভাই এটাই ছিল বাস্তবতা ।
আর এক বার প্রমান করে দিলাম নিজেরদের ভাষার চেয়ে পাশের দেশের ভাষাই আমাদের নিকট অধিক প্রিয়।
উল্লাস করা আর নোংড়ামি করা এক না তা কবে বুঝতে পারবে আমাদের বাঙ্গালি জাতি?
আমরা নতুন প্রজন্ম নিজেদের আসল সংস্কৃত আর আসল পরিচয় তুলে ধরতে চায় সবার কাছে ।
আমরা নিজেরাই যেখানে পরিপূর্ণ সেখানে অন্যদের থেকে হাওলাত করে চলার দরকার কি ?
বন্ধ কর তোমাদের ঐ নষ্টা নোংরামি আর শুনতে চায় না ঐ বাক্য “আমরা বাঙ্গালি আমরা কুলাঙ্গার”
আসুন করে দেখাই আমরাও একটা ভদ্র জাতির ভদ্র সন্তান ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]] 

নষ্ট কাক

আমি ১৭ বছরের একটা পিচ্চি পুলা । পরিবারের সাথে আব্বা ভিসাতে এই ইতালির রোম শহরে আমার আগমন ঘটে । আমার পরিবারের সবাই এইখানের কালচারের সাথে মিলতে পারলেও আমি পারি নি । মনে প্রানে এখনও বাঙ্গালি রয়ে গেছি । সারা দিন ফেসবুকে স্ট্যাটাস মারি । ফেসবুকে আমিঃ http://www.facebook.com/nostakak দরকারে ফোন মারতে পারেনঃ ৩২৭০৭৫৯৮১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *