শাওন আহামেদঃ ইতালিস্থ বিভিন্ন এয়ারলাইন্সের কার্যক্রম আরও উন্নত করতে ডিসটাল এন্ড আইটিআর গ্রুপ বিভিন্ন দেশের এয়ার লাইন্স ও ট্রাভেল এজেন্টদের নিয়ে রাজধানী রোম এক কর্মশালার আয়োজন করে । এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন এয়ারলাইন্সের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসটাল গ্রপ আয়োজিত কর্মশালায় বাংলাদেশী ইতালিয়ানসহ অন্যান্য দেশি সাংবাদিকদের সামনে এয়ার লাইন্সের বিভিন্ন তথ্যাবলি তুলে ধরা হয়।এসময় ইতালিস্থ বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার সামছুল হুদা নতুন আমদানিকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলো তুলে ধরেন এবং অতীতের সকল সমস্যার সমাধান করে এ খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। বোয়ং ৭৭৭ এর মাধ্যমে শুধু বাংলাদেশ বিমানই নয় ইতালিস্থ বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ব্যাবসায়িরা নতুন আলোর মুখ দেখতে পাবেন বলে আশা ব্যক্ত করেন উপস্থিত কয়েকজন ট্রাভেল এজেন্সির মালিক। নিচের ভিডিওতে বিস্তারিত-
[youtube v0cSnS5EroY?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]