কন্ট্রোল করার সময় গত ৮ জানুয়ারী ২০১৪ রোমের Pigneto e Prenestino নামক এলাকায় বিভিন্ন মাছের বাজার থেকে প্রায় ৩০০ কেজির মত মাছ জব্দ করে ইতালিয়ান পুলিস। মাছ গুলো বাংলাদেশী মালিকানাধীন একটি দোকান থেকে জব্দ করা হয়। কারন তারা মাছ গুলো খারাপ অবস্থায় সংরক্ষণ করেছে এবং কোন লিগেল ডকুমেন্ট দেখাতে পারেনি। মাছ গুলোর মদ্ধে বাংলাদেশ থেকে আসা মাছ সহ il Pampo argento, Alosa Asiatica, Ghiozzo indopacifico, Pesce tilapia e il Labio ইত্তাদি প্র প্রভিতির মাছ রয়েছে। উক্ত ঘটনায় রোমের Pigneto এলাকায় বাংলাদেশী মালিকের যে দোকান ও ম্যাগাজিন রয়েছে তার নামে মামলা করা হয়েছে।উল্লেখ্য কিছুদিন আগে চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে এভাবে কন্ট্রোল করে অনেক মেয়াদউত্তিন্ন মাছ জব্দ করা হয়েছিল তা নিয়ে আমিওপারি একটি ভিডিও প্রতিবেদন রয়েছে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। যা দেখার পর আপনারা যারা চাইনিজ রেস্টুরেন্টে খেতে জান তারা হয়তো আর জেতে চাইবেন না।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]