• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির আন্তর্জাতিক এয়ারপোর্ট Fiumicino তে যাত্রীদের সাথে অভিনব পদ্ধতিতে প্রতারণা

ByLesar

Jan 23, 2014

ইতালির আন্তর্জাতিক এয়ারপোর্ট Fiumicino তে তিন বন্ধু মিলে অনেকদিন ধরে অভিনব পদ্ধতিতে যাত্রীদের সাথে প্রতারণা করে যাচ্ছিলো। ওদের মধ্যে ৩৮ ও ৩৭ বছরের দুই আলজেরিয়ান ও ৩৩ বছরের একজন ফ্রান্স এর নাগরিক। ওরা তিনবন্ধু মিলে টোপ পেটে থাকতো এবং মনের মতো মক্কেল পাওয়া মাত্র একশন। তিন বন্ধু ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করতো। এদের মধ্যে একজন ইচ্ছা করে কৌশলে টার্গেট করা যাত্রীদের পোষাকে ময়লাজাতীয় দ্রব্য নিক্ষেপ করতো, এবং দ্বিতীয় জন এরকম ঘটনা দেখে সাহায্যের জন্যে এগিয়ে এসে পরিস্কার করে দেওয়ার কাজে লেগে-যেতো এবং সর্বশেষ ও তৃতীয় জন সুযোগের সদব্যবহার করে তাদের পার্স ব্যাগ বা মূল্যবান জিনিষ নিয়ে কেটে পড়তো। তবে কথায় আছে চোরের ১০ দিন গৃহস্থের ১ দিন। ইতালির আন্তর্জাতিক এয়ারপোর্ট Fiumicino(Leonardo Da Vinci di Roma) কর্মরত পুলিশ ওদের তিনজনকেই গ্রেফতার করেছে। এবং গ্রেফতার করার আগে ওদের কৃতকর্মের ভিডিও ফুটেজ ধারণ করছে। তিন বন্ধু রোমের trestevere নামক এলাকায় একটি বেড অ্যান্ড ব্রেকফাস্ত(Bed & Breakfast) এ অবস্থান করছিলো, পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে  ডলার,ইউরো ও রাশিয়ান রুবল সহ প্রায় ৭০ হাজার নগদ আর্থ জব্দকরে। দেখুন ওদের প্রতারণা করার ভিডিওটিঃ

[youtube FAB9fnG_IX4?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *