• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সাগর খানকে ধরিয়ে দিন।

ByMilu

Jan 25, 2013

সাগর খান দীর্ঘ দিন ইটালীতে বসবাস করত,তার শ্বশুরের নাম শাহজাহান খন্দকার। আস্থায়ী নিবাস বাসা ২৬৫ মিরপুর-১,বাসুপারা, ঢাকা। অনেক মানুষের শেষ সম্বল পর্যন্ত সে নিয়ে গেছে। তাদের বোবা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসতেছে। তার বিরুদ্ধে পোল্যান্ডে ৪৫০০০ পিএলএন ও ৫০০০ পিএলএন চুরি করে পালিয়ে যাওয়ার জন্য মামলা হয়েছে। অনেকে প্রমান না থাকার কারণে থানায় গিয়ে মামলাও করতে পারতেছে না। সহৃদয়বান ভাইবোনেরা আপনারা জানেন প্রবাসে টাকা ইনকাম কত কষ্টের। আর নিজের পরিবার পরিজন ফেলে দীর্ঘদিন প্রবাসে থাকার কি কষ্ট সেটাও আপনারা জানেন। অনেকে নিজের মা বাবার মুখ পর্যন্ত দেখতে পারেনি। যাদের টাকা সে মেরে গেছে একদিকে টাকা হারানো বেদনা   অন্যদিকে পাওনাদারদের তাগাদা। যদি আপনারা সাগর খান সম্পর্কে কোন তথ্য দিয়ে সহায়তা করেন আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান ডান করবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *