মাঈনুল ইসলাম নাসিম : আটলান্টিক তীরে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের কৃতি সন্তান রানা তাসলিম উদ্দিন। লিসবনের আকাশে পতপত করে উড়ছে রক্তিম লাল-সবুজ পতাকা। পর্তুগালের রাজধানীতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বহুল আলোচিত সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হয়েছেন ইউরোপের সাড়া জাগানো সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সুযোগ্য ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিম। বর্তমান বিরোধী দল স্যোশালিস্ট পার্টি পিএস’র সক্রিয় প্রতিনিধি হিসেবে তিনি আকাশচুম্বী এই সাফল্য অর্জন করলেন। পিএস’র তুখোড় জনপ্রিয় লীডার আন্তোনিও কস্তা মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন। গত ৪ বছর মেয়র হিসেবে লিসবনের জনগনের যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তাই তাঁকে আগামী ৪ বছরের জন্য আবার সমাসীন করেছে নগরপিতার আসনে। তাঁর কাছে ধরাশায়ী হয়েছেন পিএসডি তথা সরকার দলীয় প্রার্থী। এদিকে রানা তাসলিম উদ্দিন লিসবন সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হওয়ায় পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, উচ্ছাস প্রকাশ করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটিতেও। লিসবনে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন, সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহ ও ট্রেজারার মুহিবুর রহমান মুহিব সহ আয়েবা নেতৃবৃন্দ রানা তাসলিমকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এই অভাবনীয় কৃতিত্বের জন্য। বাংলাদেশ কমিউনিটির প্রবাদপুরুষ রানা তাসলিম উদ্দিন গত ২৩ বছর ধরে বসবাস করছেন রাজধানী লিসবনে। স্থানীয় ট্রাইব্যুনালের অফিসিয়াল দোভাষী হিসেবে কাজ করছেন ১৮ বছরের বেশি সময়। পর্তুগীজ নাগরিক রানা তাসলিম প্রবাসীদের সুখ-দুঃখের পরীক্ষিত সহযাত্রী । পর্তুগীজ জনগনের সাথে দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের সেতুবন্ধন রচনায় বাংলাদেশ কমিউনিটির কর্নধার রানা তাসলিম অনবদ্য ভূমিকা রেখেছেন বছরের পর বছর। লিসবনের মেইনস্ট্রিম রাজনীতিতে তাঁর সফল অংশগ্রহন ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাঙ্গালীর গৌরব রানা তাসলিম উদ্দিন লিসবন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন, ২৯ সেপ্টেম্বর ২০১৩ এই দিনটি ইউরোপের বাংলাদেশ কমিউনিটির ইতিহাসে তাই আরেকটি ‘রেড লেটার্স ডে’ হিসেবে অলংকৃত হয়ে থাকবে অনাগত কাল ধরে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]