গত ১৬ই আগস্ট রোজ রবিবার সকাল ৮.০০ঘটিকায় ফিরেন্স (আলামানি ষ্টেশন সংলগ্ন হইতে ২টি বাসে ১০৪ জন কে নিয়ে আনন্দ ঘন পরিবেশে itaiy in miniature এবং rimini সমুুদ্র সৈকতে বনভোজন পালন করা হয়। বনভোজনে সার্বিক সহযোগিতা ও উপস্হিত ছিলেন ফিরেন্স বাংলাদেশ সমিতির সি সহ সভাপতি ইউছুফ আালী, সেক্রেটারি নূরুল আলম। অর্থ সম্পাদক আব্দুল হক, সহ সভাপতি আবুল হোসেন রতন, সহ সেক্রেটারি জসিম উদ্দিন ,ফিরেন্স বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ, বাংলাদেশ সমিতি ফিরেন্স কার্যকরী পরিষদ এর পক্ষ থেকে বাস ১ উপস্হাপনা করেন সহ সেক্রেটারি জসিম উদ্দিন, বাস ২ উপস্হাপনা করেন সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ /বনভোজনে ১৮টি আকর্ষণীও পুরষ্কার,এছাড়া ২টি বাসে গানের ৩টি করে ৬টি পুরস্কার সহ-বাসের সকল ছোট্ট বাচ্চাদের খেলনা দেওয়া হয়। সু্ন্দর ভাবে বনভোজন কে সফল মন্ডিত করার জন্য ফিরেন্স বসবাসরত সকল বাংলাদেশীদের কে সেক্রেটারি নূরুল আলম ও অর্থ সম্পাদক আব্দুল হক শুভেচ্ছা জানান। পরিশেষে সমাপ্ত বক্তবে সি সহ সভাপতি ইউছুফ আালী যারা বিভিন্ন অনুদান দিয়ে বনভোজন কে সহযোগিতা করেছন তাহাদেের কে ধন্যবাদ সহ শুভেচ্ছা জানান।
ফিরেন্স বাংলাদেশ সমিতির আয়োজনে বনভোজন ও ঈদ পুনর্মিলনী
ইতালি বসে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলুন।
ইতালির তেরেন্তোতে বাংলাদেশ এসোসিয়েশন তেরেন্তোর মেয়াদ উর্তীন্ন হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষনা
সম্পূর্ণ ভিন্ন অঙ্গীকে ইতালিয়ান সহ শাড়ী ও লুঙ্গী পড়ে বোলজানোতে বিজয় দিবস উদযাপন।
বোলজানোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।
ইতালির বোলজানোতে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
ইতালির বোলজানো থেকে,প্রবাসে রাজনীতির অন্তরায়