৪৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রেসিয়া বিএনপি স্থানীয় বাংলা রেস্টুরেন্টে গত রবিবার সকাল ১০টায় আয়োজন করে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। এতে অংশ গ্রহন করে ব্রেসিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের ছেলে মেয়েরা। তারা তাদের মনের কল্পনায় সাজিয়ে তুলে মুক্তিযুদ্ধ চলা কালীন সময়ের চিত্র। তা প্রকাশ করে তাদের রংতুলি মধ্যেমে। পরে আলোচনা সভায় চৌধুরী আনিসুর রহমানের পরিচালনায় বিএনপি ব্রেসিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রেসিয়া বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন সোহাগ, বিশেষ অতিথি বিএনপি ব্রেসিয়া শাখার নীতি নির্ধারক মজিবুর বেপারী, হারুনুর রশীদ ভুইয়া, আবু মাহ্মুদ বাবুল, আবদুর রহিম, মোহাম্মদ শরীফ
হোসেন, সাইদুল হাসান সবুজ, সাকিল রশীদ, মোস্তফা কামাল খোকা। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস, ইউসুফ ডালী, সানা উল্লাহ, তাহের ব্যাপারী, শামীম আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ বশির আহম্মেদ। পরে টেলি কনেফারেন্সে কথা বলেন বিএনপি ইতালী শাখার সাধারন সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। নেতাকর্মীরা বলে বর্তমানে দেশে কোন গনতন্ত্র নেই তাই গনতন্ত্র
প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবধ্য হয়ে আন্দোলন করতে হবে। স্বাধীনতা ঘোষনা নিয়ে আওয়ামী সরকার যতই বিতর্ক করুক না কেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেই স্বাধীনতার ঘোষক। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
ইতালীর ব্রেসিয়া থেকে এমদাদুল হক এমদাদ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]