প্রিও আমিওপারি পাঠক বৃন্দ আপনারা হয়তো এর মধ্যে জেনে থাকবেন , যে আমিওপারি ওয়েব সাইটে ইতালিতে বসবাররত প্রবাসী ভাই/বোন দের জন্য নতুন একটি বিভাগ খোলা হয়েছে “ইতালিতে চাকুরী সংক্রান্ত সকল তথ্য” নামে। এবং আমাদের অভিজ্ঞ ও দীর্ঘদিন যাবত ইতালিতে বসবাসরত টিম দ্বারা এই বিভাগটি পরিচালনা করা হচ্ছে। যেখানে আমাদের টিম এর সদস্যগণ ইতালিয়ান বিভিন্ন কাজের ওয়েব সাইট এবং বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগের মাধ্যমে , তাদের কাছ থেকে বিভিন্ন কাজের অফার সংগ্রহ করে আপনাদের কাছে প্রকাশ করে যাচ্ছে। যাতে করে আপনারা আমাদের এই বিভাগটির মাধ্যমে খুব সহজে ইতালিতে কাজের জন্য আবেদন করতে পারেন। তাই আমরা সব সময় এই বিভাগে নতুন নতুন কাজের অফার নিয়ে হাজির হব। এবং আপনারা এখানে পাওয়া তথ্য অনুযায়ী কাজের জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগ করে কাজের ব্যবস্থা করে নিতে পারবেন। যাই হোক আজকে আমরা আপনাদের জন্য কয়েকটি নতুন কাজের অফার নিন্মে প্রকাশ করছি। আপনারা যারা আগ্রহি তারা তাদের চাহিদা ও অভিজ্ঞতা অনুযায়ী সেখানে অ্যাপ্লাই করতে পারেন।
১- ইতালির বন্দর নগরী রোমের Corso Trieste নামক এলাকায় ২০১১ সালে এই Bakery house নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন হয় এবং বর্তমানে তারা রোমের Ponte Milvio নামক এলাকায় এর আর একটি শাখা খুলেছে এবং সেই সুবাদে এর জন্য বিভিন্ন পদে কর্মী বাছাই পর্ব শুরু হচ্ছে। এদের কাছে কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য lavapiatti,cuochi, pasticceri,banchisti,cake designer,hostess ইত্যাদি পদে নুন্নতম অভিজ্ঞতা থাকতে হবে। এবং ইতালিয়ান ভাষা বলতে পারা সহ ডকুমেন্টস থাকতে হবে। কাজেই যারা এই কাজের জন্য আবেদন করতে চান তারা দেরি না করে এক্ষনি এখানে দেওয়া ইমেইলে আপনার সিভি/Cv পাঠিয়ে দিন job@bakeryhouse.it
২- অন্যদিকে ইতালিও আর একটি প্রতিষ্ঠান Gdo মানে Grande distribuzione তারা সর্বমোট ৩০ জন কর্মী নিয়োগ দিবে তাদের প্রতিষ্ঠানের জন্য। তবে তারা pescheria, macelleria e ortofrutta ইত্যাদি বিভাগে রোমের বিভিন্ন স্থানে অবস্থিত তাদের প্রতিষ্ঠান গুলোতে এই কর্মী নিয়োগ দিবে। এদের কাছেও আবেদন করার জন্য নুন্নতম অভিজ্ঞটা সহ ইতালিয়ান ভাষা বলতে পারা সহ ডকুমেন্টস থাকতে হবে।কাজেই যারা এই কাজের জন্য আবেদন করতে চান তারা দেরি না করে এক্ষনি এখানে দেওয়া ইমেইলে আপনার সিভি/Cv পাঠিয়ে দিন roma-centro@articolo1.it অথবা agdo@articolo1.it
প্রিয় পাঠক আজকের মতো এখানেই আবার আসবো নতুন নতুন কাজের অফার নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।
উল্লেখ্য আপনারা যারা জানেন না কীভাবে ইতালিতে ইউরোপিয়ান ফরম্যাটে আপনার সিভি বানাবেন তাদের জন্য আমিওপারি টিম কীভাবে সিভি বানাতে হয় তা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে হাতে ধরে বুঝিয়ে দিয়েছে এবং সেখানে আপনারা যারা নতুন তাদের জন্য একটি তৈরি করা সিভি দিয়ে রাখা হয়েছে যেটা আপনারা চাইলে এখান থেকে নামিয়ে নিজেরা নিজেদের তথ্য যোগ করে এডিট করে নিতে পারবেন। আমাদের সেই লেখাটি পরতে চাইলে এখানে ক্লিক করুণ।