• Mon. Nov ১১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জার্মানিতে সম্পূর্ণ ইউরোপ থেকে ২৮০০ জন কর্মী নেওয়া হবে! ভালো বেতন, থাকা খাওয়ার ব্যবস্থা ও জার্মান ভাষার কোর্স করার সুবিধা সহ।

ByLesar

Jun 30, 2014

প্রিও আমিওপারি পাঠক বৃন্দ আপনারা হয়তো এর মধ্যে জেনে থাকবেন , যে আমিওপারিওয়েব সাইটে ইতালিতে বসবাসরত প্রবাসী ভাই/বোন দের জন্য নতুন একটি বিভাগখোলা হয়েছে “ইতালিতে চাকুরী সংক্রান্ত সকল তথ্য” নামে।এবং আমাদের অভিজ্ঞ ও দীর্ঘদিন যাবত ইতালিতে বসবাসরত টিম দ্বারা এই বিভাগটি পরিচালনা করা হচ্ছে। যেখানে আমাদের টিম এর সদস্যগণ ইতালিয়ান বিভিন্ন কাজের ওয়েবসাইট এবং বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগের মাধ্যমে , তাদের কাছ থেকে বিভিন্ন কাজের অফার সংগ্রহ করে আপনাদের কাছে প্রকাশ করে যাচ্ছে। যাতে করে আপনারা আমাদের এই বিভাগটির মাধ্যমে খুব সহজে ইতালিতে কাজের জন্য আবেদন করতে পারেন। তাই আমরা সব সময় এই বিভাগে নতুন নতুন কাজের অফার নিয়ে হাজির হব।এবং আপনারা এখানে পাওয়া তথ্য অনুযায়ী কাজের জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগ করে কাজের ব্যবস্থা করে নিতে পারবেন।

যাই হোক আজকে আমরা আপনাদের জন্যকয়েকটি নতুন কাজের অফার নিন্মে প্রকাশ করছি তবে এই কাজ গুলো ইতালিতে নয় এগুলো জার্মানিতে। তবে আপনারা যারা ইতালিতে থাকেন বা ইউরোপের যেকোনো দেশেই থাকেন না কেনো, আপনার যদি ইউরোপের যে কোন দেশের ডকুমেন্টস থাকে তাহলেই আপনি এই সব কাজ গুলোর জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনারা যারা আগ্রহি তারা তাদেরচাহিদা ও অভিজ্ঞতা অনুযায়ী সেখানে অ্যাপ্লাই করতে পারেন।

বর্তমানে বিশ্ব আর্থিক মন্দার কারনে ইউরোপের অন্যান্য দেশগুলো যেমন হিমশিম খাচ্ছে, সেদিকে জার্মানিতে মানুষ কিন্তু দিব্যি কাজ করছে ও মনের সুখে চলা ফেরা করছে, তাদের মধ্যে এই মন্দার কোন প্রভাবই পড়তে দেখা যায়নি। আমাদের টিম এর কাছে জার্মানিতে কাজ সংক্রান্ত বেশ কিছু কাজের অফার এসে জমা হয়েছে যেখানে জার্মানির নাম করা অনেকগুলো ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে। কাজেই আমরা এখানে সেই অফার গুলো তুলে ধরছি, আপনারা যারা যারা আগ্রহী তারা এখানে দেওয়া এড্রেস বা ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ দায়িত্তে আবেদন করবেন। তবে হে, এখানকার মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভালো বেতনের সাথে সাথে থাকা খাওয়ার ব্যবস্থা সহ জার্মান ভাষা শেখার কোর্স পর্যন্ত করাবে সম্পূর্ণ তাদের দায়িত্তে, তবে আপনাকে নির্বাচিত হতে হবে। তাহলে দেখে নিন কি কি কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন।

১- জার্মানিতে Eon নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যারা মোট১৭৭ জন কর্মী নিবে এখানে তারা ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার এবং কম্পিউটার সাইন্স নিয়ে পরা লেখা করেছেন এরকম কর্মী নিবে। উল্লেখ্য আমাদের দেশের অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন এবং এই বিষয়ে পরালেখা করছেন তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওদের সাথে যোগাযোগ করেতে এখানে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করুণ।   www.eon.com

২- DHL এর কথা আপনারা সবাই শুনে থাকবেন। জার্মানির সেই Deutsche Post-DHL কোম্পানি মোট ২৭৮ জন কর্মী নিবে। এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ www.dpdhl.com/en/career.html

৩- Deutsche Telekomকোম্পানি মোট ২৭৬ জন কর্মী নিবে। এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ www.telekom.com/karriere

৪- জার্মানির একটি নাম করা কেমিক্যাল বা রাসায়নিক কোম্পানি Basf এখানে ২৬৯ জন কর্মী নিবে। এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ www.basf.com

৪- জার্মানির আর একটি নাম করা কোম্পানি Allianz অবশ্য এরা বিভিন্ন বীমা সংক্রান্ত সকল কাজ করে থাকে। ওরা ওদের কোম্পানির জন্য মোট ৮১১ জন নতুনকর্মী নিয়োগ দিবে সমগ্র জার্মান জুড়ে। আর এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ www.allinaz.com

৫- RWE এটা সেই রকম একটি কোম্পানি যারা গোটা ইউরোপের এনার্জি সিস্টেম নিয়ে কাজ করছে, যেমন সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বা গরম পানি ইত্যাদি, এরা মোট ১০৮ জন কর্মী নিয়োগ দিবে আর এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ  www.rwe.com

৬- বিভিন্ন গাড়ি কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা সহ অনেক গুলো ব্র্যান্ড এর সাথে যৌথ ভাবে কাজ করে এই কোম্পানিটি যার, নাম DAIMLER এবং এরা এদের কোম্পানির জন্য ২০০ জন কর্মী নিয়োগ দিবে আর এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ www.career.daimler.com উল্লেখ্য এখানে আপনারা অনেকেই অ্যাপ্লাই করে দেখতে পারেন। কারন এখানে লেবার মানে নিন্ম শ্রেণীর থেকে শুরু করে উচ্চ পদ পর্যন্ত সকল প্রকারের কর্মী নিয়োগ দেওয়া হবে।

৭- BMW আসা করি এর নাম আর আপনাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। হে বন্ধুরা জার্মানিতে অবস্থিত এই কোম্পানি মোট ৭৩০ জন কর্মী নিয়োগ দিবে আর এদের কাছে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুণ www.bmwgroup.com.

বিঃদ্রঃ আমাদের অনেক পরিচিত বাংলাদেশী ভাই রয়েছে যারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পরা লেখা করছেন বা করা শেষ, কিন্তু সঠিক তত্থের অভাবে নিজের পছন্দমতন কাজ খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য আমাদের এই পোস্ট। আসা করি আমাদের এই পোস্টটি আপনাদের অনেকেরি উপকারে আসবে। এবং যারা ইটালি রয়েছেন এবং জানেন না কিভাবে একটি ইতালিয়ান সিভি বানাতে হয় তারা চাইলে এখানে ক্লিক করে আমাদের এই লেখাটি পড়তে পারেন। যেখানে হাতে ধরে শিখিয়ে দেওয়া হয়েছে ইতালিয়ান সিভি বানানোর বিস্তারিত।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৪ thoughts on “জার্মানিতে সম্পূর্ণ ইউরোপ থেকে ২৮০০ জন কর্মী নেওয়া হবে! ভালো বেতন, থাকা খাওয়ার ব্যবস্থা ও জার্মান ভাষার কোর্স করার সুবিধা সহ।”
  1. vai ami zarmani te kaj korte icchuk , a jonno kothai abong kar sathe jogagoj korbo, goto 4 yer jabot italy, venice a asi a porjonto valo kono kaj korte pari nai, sudhu kono rokom kheye theke beche achi, apnara jodi amake ay kajer bebosta kore dote paren, ami apnader kache chiro kritoggo tahkbo.
    golam sarwar, via piave , mestre’ venice.

    1. ভাই এই কাজের জন্য আপনাকে নিজেরটা নিজে আবেদন করতে হবে হবে। এবং কোথায় আবেদন করবেন তার সম্পর্কে আমরা লেখার ভিতর বলে দিয়েছি। এর বেশিকিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়। ধন্নবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *