• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিয়ান CV বা Curriculum Vitae কিভাবে বানাবেন? ইউরোপিয়ান ফরম্যাটে CV বানানোর বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও টিউটোরিয়াল।

ByLesar

Jan 20, 2014

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন।বরাবরের মতো আজকেও আমিওপারি আপনাদের জন্য সেইরকম একটি লেখা নিয়ে হাজির। আমাদের প্রতি আপনাদের ভালোবাসা এবং আপনাদের মূল্যবান ইমেইল আমাদের অনুপ্রাণিত করে আপনাদের জন্য নতুন নতুন কিছু করার জন্য। যাই হোক যারা আমাদের ইমেইল করে এই রকম পোস্টটি করতে অনুরোধ করেছেন তাদের জন্য আমাদের এই পোস্ট, যা কিনা প্রতিটি নতুন ইতালিয়ান প্রবাসীর অনেক কাজে দিবে বলে আমরা মনে করি। যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা আপনাদের সুবিধায় এখানে ইতালিয়ান ও ইউরোপিয়ান ফরম্যাট এর তৈরি করা একটি CV আপলোড করে দিয়েছে, যেটি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট এ সেভ করা আছে আপনারা এখান থেকে সেই ফাইলটি ডাউনলোড করে নিজেদের মতো এডিট করে নিজের একটি ইতালিয়ান CV বানিয়ে ফেলবেন এবং সবাইকে বলবেন যে এখন একা একা আমিওপারি ইতালিয়ান CV বানাতে। আপনারা যাতে খুব সহজে এটি নিজে নিজেই করতে পারেন তার জন্য আমিওপারি টিম আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে সেখানে পুরো বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছে যেখানে আপনারা জানতে পাড়বেন কিভাবে কি করবেন? তাই বন্ধুরা আর দেরি না করে সবার প্রথম ফাইল টি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে নিচের ভিডিওটি ভালো করে দেখুন এবং সে ভাবে কাজ করুন। আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।

[youtube Lm0LqbAQcJg?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৪ thoughts on “ইতালিয়ান CV বা Curriculum Vitae কিভাবে বানাবেন? ইউরোপিয়ান ফরম্যাটে CV বানানোর বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও টিউটোরিয়াল।”
    1. nomskar vai apner amio pary. come deklam scicilite kajer porsikkon dibe ta kun sohore ba ki vabe jugajuk kora amar mone hoy ta sotik vabe lika ba bola hoyni jai huk apnader ey tottoguly sundor ba valo kintu sobar bujte onek kosto hoy tai jodi paren so kicu kilasha ba so kicu porishkar likle amader jonno valo hoy ………….jemon jodi kocu liken amader jonno jenom apnader ey smsta jodi ek pag……….mane ek porbe so like ta kun sohore via pone ittadi ja sohoje sadaro manush buje fele donnobad

      1. Vai apnake onek dhonnobad apnar mulloban montobbo korar jonno…. ullekkho amiopari sompurno nirsartho vabe apnader jonno kaj kore jacche… and eti sompurno jonoseba mulok ekti site… and r ekti bisoy apnader mathay rakhte hobe… je probaser matite ke kar jonno kore?…. kintu amiopari nijer kheye onner boner ghas rokkha kore jacche… kajey er besi apnader upokar korar moto khomota amader nei… karon apni jevabe bolechen sevabe bujhiye bolte gele admin er na kheye morte hobe… onek olpote apnake bujhiye dilam asa kori bujhte perechen…. r akta kotha mone rakhben …. nai mamar ceye kana mama onek valo…… dhonnobad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *