• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিয়ান প্রবাসীদের জন্য!! কি ভাবে নিজে নিজে ঘরে বসে PORTAPORTESE তে চাকরির বিজ্ঞাপন দিবেন?

ByLesar

Dec 7, 2013

আপনারা যারা ইতালিতে থাকি তাদের প্রায় সবাই জানেন পরতাপরতেজে সম্পর্কে, তারপরেও নতুনদের জন্য বলছি পরতাপরতেজে (portaportese) হোল একটি ইতালিয়ান ফ্রী বিজ্ঞাপন দেওয়ার মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার যেকোনো জিনিসের বিজ্ঞাপন ফ্রীতে দিতে পাড়বেন। যেমন বর্তমানে আমাদের দেশে চালু হয়েছে বিক্রয় ডট কম নামে কিছু অনলাইন ফ্রী বিজ্ঞাপন সাইট। কিন্তু ইতালিয়ান এই পরতাপরতেজে ওদের বাবা/দাদার আমল থেকে চলে আসছে। প্রথমে এটি শুধু পত্রিকা হিসেবে বের হতো কেননা তখনকার সময় ইন্টারনেট অতোটা সচ্ছল ছিলোনা,পড়ে যখন মানুষ ধীরে ধীরে ইন্টারনেট ব্যবহার করা শূর করলো তখন ওঁরাও যুগের সাথে তাল মিলিয়ে ওদের পরতাপরতেজে (portaportese) পত্রিকার অনলাইন সাইট বের করে। উল্লেখ্য পরতাপরতেজে (portaportese) তে আপনি দুইভাবে আপনার বিজ্ঞাপন প্রকাশ করাতে পাড়বেন ১- সরাসরি ওদের অফিসে গিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে ২- ঘরে বসে নিজে নিজেই সরাসরি ওদের অনলাইন সাইট এ ফর্ম পূরণ করার মাধ্যমে। এই পরতাপরতেজে (portaportese) বিজ্ঞাপনের মাধ্যমটি ইতালিয়ানদের কাছে খুব পরিচিত এবং ইতালিতে খুব জনপ্রিয় একটি মাধ্যম, যাকে এক নামে সকল ইতালিয়ান চিনে থাকে। আর এদের পত্রিকা প্রতি সপ্তাহে দুইবার করে বের হয় সপ্তাহের প্রথম মঙ্গলবার ও শুক্রবার এই দুই দিন এদের প্রকাশিত প্রত্রিকা আপনি ইতালিয়ান যেকোনো জোরনালাইও (giornalaio) তে গেলেই কিনতে পাড়বেন।উল্লেখ্য এই পরতাপরতেজে শুধু ইতালির নগরী রোম ও লাসিও এর জন্য রোমের বাইরের জন্য রয়েছে অন্যান্য সাইট আমরা পড়ে সেগুলো নিয়ে অন্য পোস্ট করবো।

ওকে যেহেতু ইতালির রাজধানী রোম এবং রোমেই বেশি বাংলাদেশীদের বসবাস আর সে জন্য অনেকেরি কাজের খোঁজে নানা ঝামেলায় পরতে হয় তাই আমরা তাদের শেখাবো কিভাবে নিজে নিজে ঘরে বসে আপনি আপনার জন্য ইতালিতে কাজ সহ অন্যান্য অনেক কিছু খুঁজে বেড় করে নিতে পারেন। এখানে একটি কথা না বললেই নয় আমার দেখা মতো অনেক কেই দেখেছি যে সে এই কাজটি পারে বলে তার বন্ধুবান্ধব বা পরিচিতদের সাথে ভাব নেয়, কেননা অসহায় মানুষ গুলো জানেনা কিভাবে কি করতে হয় এবং তাদের একটি কাজের খুব প্রয়োজন তাই তারাও বাধ্য হয়ে ওদের পিছু লেগে থাকে। তবে এখন থেকে আপনাদের আর কারো পিছু লেগে থাকতে হবে না এবং এই সমস্ত কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ের সকল কিছু আপনারা আমাদের সাইট থকে শিখে নিতে পাড়বেন, এবং সবাইকে বলতে পাড়বেন ওরে দোস্ত এখন আমিওপারি। ওকে তাহলে আসুন দেখি কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে ইতালিতে আপনার যে কোন ফ্রী বিজ্ঞাপন দিয়ে প্রবাস জীবনে আপনার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পাড়বেন। আমি আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি আপনারা এই টিউটোরিয়ালটি দেখলেই সব কিছু শিখে যাবেন। প্রথমে ইতালিয়ান পরতাপরতেজে (portaportese) এর সাইটে যেতে এখানে ক্লিক করুন। এবং নিচের ভিডিওটি ভালো করে দেখুন।

ভিডিওঃ

[youtube m13CodAtFY8?modestbranding=1&rel=0 nolink]

আপনাদের সুবিধার জন্য কাজের ব্যাপারে ইতালিয়ান ভাষায় যে লেখা গুলো লিখতে হবে তা দিয়ে দেওয়া হোলঃ Ragazzo del bengalese 29 enne con documento regorale parla inglese. italiano. con experiensa cerca lavoro come lavapiatti,aiuto cuoco, facchino,cameriere,lavaggio ecc.

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *