• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কাজের অফার নতুন ওপেন হওয়া Mcdonald’s এ পার্ট টাইম এর জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে।

ByLesar

Jan 19, 2014

Mcdonald’s এর নাম সবাই শুনেছেন। এবং আমাদের সাবাই Mcdonald’s খেতে পছন্দ করি। তবে খাওয়ার সাথে সাথে আমাদের অনেক বাঙ্গালী প্রবাসী ভাই-বোনেরা কিন্তু এখানে কাজও করে থাকে। Mcdonald’s সবার প্রথম united states এ  ১৯৩৭  সাল থেকে চালু হয়, এখন থেকে এর সর্বমোট বিশ্বজুড়ে ৪৫০ টির মতো রেস্টটুরেন্ট রয়েছে যেখানে ১৬,০০০ হাজারের মতো কর্মী কাজ করে এবং ৭০০.০০০ লক্ষ ক্লাইন্ত দের প্রতিদিন সার্ভিস দিয়ে থাকে। গত বছর রোজ শুক্রবার ২৮ অক্টোবর ২০১৩ তে Mcdonald’s এর নতুন একটি শাঁখা খোলা হয় ইতালির নগরী মদেনাতে(Modena). যেখানে Crew  বিভাগে এখনো কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে এবং এলাকার নাম Mirandola (Modena).  এখানে ১৮ থেকে ২৫ বছরের যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে আবেদনকারীকে ইতালির নগরী মদেনার রেসিদেন্স ও লীগের ডকুমেন্ট থাকতে হবে। আবেদনকারীকে এই  mirandola551@gmail.com ইমেইল এড্রেসে CV পাঠাতে হবে, আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করে Mcdonald’s এর অফিসিয়াল সাইটে গিয়ে দেখতে পারেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *