শাইরা হোসেন রানীঃ পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান ও পিরোজপুর-৩ আসনের এমপি ডঃ রোস্তম আলী ফরাজীর ইতালি আগমন উপলক্ষে ইতালি জাসদের আয়োজনে গনসংবর্ধনায় বিশেষ অতিথি ডঃ রোস্তম আলী বলেন- রাজনীতি বিভক্ত হওয়ার কারনে স্বাধীনতার ৪২ বছর অতিক্রম হওয়ার পরও দেশে বিভক্তি দেখা দিয়েছে। দেশের মূল বিনিয়োগ কমে যাওয়ার কারন হানাহানি মারামাড়ি সহিংসতা। এসব বন্ধ করে গঠনমূলক রাজনীতি করতে বিরধী দলের প্রতি আহবান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বাংলাদেশের স্বাধীনতাকে একটি দল এখনও মেনে নিতে পারেনি, তাই দেশটাকে অকার্যকর করার পায়তারা করছে। ধর্মের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মুক্তি যদ্ধের আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে পাশাপাশি কাজ করতে পাশাপাশি গনতন্ত্রকে স্বাভাবিক রাখার আহবান করেন। ইতালি জাসদের সভাপতি এডভোকেট আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইতালি জাসদের প্রতিষ্ঠাতা নুরুল আমিন, ইতালি আওমিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবিব চৌধুরী, নজরুল মাঝি, মিজানুর রহমান মিজান ও অন্যান্য প্রমূখ।
পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান ও পিরোজপুর-৩ আসনের এমপি ডঃ রোস্তম আলী ফরাজীর ইতালি আগমন উপলক্ষে গনসংবর্ধনা
শুরু হচ্ছে ৪ দিন ব্যাপি রোমের সবচেয়ে বড় বৈশাখী মেলা
রোমে নতুন মেট্রো সি কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে।দেখেনিন নতুন মেট্রোর কিছু ভিডিও।
রোম শহরের এ কি অবস্থা?
সতর্কবার্তা ইতালির রোমের উত্তর অঞ্চলের পানিতে আর্সেনিক পাওয়ায় পানি পান না করার নির্দেশনা।
রোমের তরপিনারতারায় ছিনতাইকারী পিস্তল সহ ছিন্তাই করতে গেলে ঘটনা স্থল থেকে ধরা পরে।
ইতালির রোমে ২০১৩ নতুন বছর উদযাপন