• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে পবিত্র কোরআনে আগুন ও মসজিদের প্রবেশ দ্বারে শয়তানের আস্তানা লেখার প্রতিবাদে বিক্ষোভ মিশিল

ByLesar

Apr 5, 2014

হাসান মাহমুদঃ ইতালির নগরী রিএতি’তে পবিত্র কোরআনে আগুন এবং রোমের তরপিনাতারাস্থ মসজিদের প্রবেশ দ্বারে শয়তানের আস্তানা লেখার প্রতিবাদে ইতালি প্রবাসী মুসলমানরা বিক্ষোভ করেছে রাজধানী রোমে। পবিত্র ইসলাম ধর্মের অবমাননা কারীদের শাস্তির দাবিতে শ্লোগানে যোগ দেন বিভিন্ন দেশের মুসলমানেরা। ওলামা কাউন্সিল এর আহ্বানে গতকাল রোজ শুক্রবার জুম্মার নামাজের পর শত শত মুসলমান রাজ পথে নেমে আসে। তারা মজিদুল রোম থেকে মিশিল বের করে এবং মিশিলটি মসজিদে কুবা হয়ে মসজিদুল উম্মাহ এর সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। এর আগে ওলামা কাউন্সিল এর সভাপতি মৌউলানা মিজানুর রহমানের নেতৃত্রে মিশিলটি নগরীর বিভিন্ন সড়ক জুড়ে অবতরণ করে। এসময় বিপুল সংখ্যক ইতালিও পুলিশ নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ

[youtube o-Go0mtvw20?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *