• Mon. Dec ৪, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালী প্রবাসীদের পছন্দের তালিকার শীর্ষে

ByLesar

May 2, 2014

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে রোম-ঢাকা-রোম রুটে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ প্রতি সপ্তাহে ২ টি ফাইট এর মাধ্যমে- স্বল্প মূল্যে, কম সময়ে ও আরামদায়ক ভ্রমনে নিশ্চয়তায়, বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যা তেমনি বাড়ছে রেভিনিউ। বাংলাদেশীদের জাতীয় সম্পদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোম-ঢাকা-রোম রুটে এখন সফলতার দাড় প্রান্তে। এ রুটে বিমান বহরে যোগ হওয়া বিশ্বের অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ “অরুণ আলো” মানসম্মত যাত্রী সেবার মাধ্যমে ইতিমধ্যে ইতালী প্রবাসীদের পছন্দের তালিকার শীর্ষে .. সঠিক সময় ও সাশ্রয়ীমূল্যে রোম থেকে মাত্র ৮ ঘন্টা ৩০ মিনিটে দেশের মাটিতে পা রাখতে পারছে ইতালী প্রবাসীরা। যাত্রীদের ভ্রমন আনন্দদায়ক করতে বিনোদন ব্যবস্থা সহ সপ্তাহে ২টি’র প্রতি ফাইটে ৪১৯ জন যাত্রীর আসা-যাওয়ার ৪০ কেজি ব্যাগেজ সুবিধা ছাড়াও অপেক্ষাকৃত কম রেটে কার্গো সার্ভিসের সুযোগ রেখেছে। যাত্রীরা মনে করেন নিজ দেশের সম্পদ বিমানই বর্তমানে দিচ্ছে সর্ব্বোচ্চ যাত্রী সেবা … ইতালী অভিবাসীরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সেবা গ্রহণ করে রোম ষ্টেশনকে স্থায়ীভাবে লাভজনক রুটে পরিনত করতে সহযোগীতা করবে এমন প্রত্যাশা করেন ইতালীস্থ বিমান কান্ট্রি ম্যানেজার মোঃ শামসুল হুদা … বিমানের প্রতি প্রবাসীদের আগ্রহ সৃষ্টির ফলে একদিকে যেমন পূণরায় ফিরিয়ে পাচ্ছে রোম মার্কেটে বিমানের আগের অবস্থান, তেমনি অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক আয়। আকাশে শান্তির নীড় এ কথায় বিশ্বাসী বিমান সকল সুযোগ সুবিধা বজায় রাখলে রোম ষ্টেশনে ব্যাবসায়ী সফলতা অর্জনে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা করেন ইতালী প্রবাসীরা।

[youtube eP3uAIKnFiM?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালী প্রবাসীদের পছন্দের তালিকার শীর্ষে”
  1. amra saudi probashira kinto protiniutoye bonchitau hossi bimaner kangkitau sebha teke. konau flightoi sedeol tik rakte parena ekane[biman] autoso ekanye amra 25 laker o upore bangladeshi probashira bash korci. aie dikta keal rakar ki keo asen bimaner ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *