বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে রোম-ঢাকা-রোম রুটে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ প্রতি সপ্তাহে ২ টি ফাইট এর মাধ্যমে- স্বল্প মূল্যে, কম সময়ে ও আরামদায়ক ভ্রমনে নিশ্চয়তায়, বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যা তেমনি বাড়ছে রেভিনিউ। বাংলাদেশীদের জাতীয় সম্পদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোম-ঢাকা-রোম রুটে এখন সফলতার দাড় প্রান্তে। এ রুটে বিমান বহরে যোগ হওয়া বিশ্বের অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ “অরুণ আলো” মানসম্মত যাত্রী সেবার মাধ্যমে ইতিমধ্যে ইতালী প্রবাসীদের পছন্দের তালিকার শীর্ষে .. সঠিক সময় ও সাশ্রয়ীমূল্যে রোম থেকে মাত্র ৮ ঘন্টা ৩০ মিনিটে দেশের মাটিতে পা রাখতে পারছে ইতালী প্রবাসীরা। যাত্রীদের ভ্রমন আনন্দদায়ক করতে বিনোদন ব্যবস্থা সহ সপ্তাহে ২টি’র প্রতি ফাইটে ৪১৯ জন যাত্রীর আসা-যাওয়ার ৪০ কেজি ব্যাগেজ সুবিধা ছাড়াও অপেক্ষাকৃত কম রেটে কার্গো সার্ভিসের সুযোগ রেখেছে। যাত্রীরা মনে করেন নিজ দেশের সম্পদ বিমানই বর্তমানে দিচ্ছে সর্ব্বোচ্চ যাত্রী সেবা … ইতালী অভিবাসীরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সেবা গ্রহণ করে রোম ষ্টেশনকে স্থায়ীভাবে লাভজনক রুটে পরিনত করতে সহযোগীতা করবে এমন প্রত্যাশা করেন ইতালীস্থ বিমান কান্ট্রি ম্যানেজার মোঃ শামসুল হুদা … বিমানের প্রতি প্রবাসীদের আগ্রহ সৃষ্টির ফলে একদিকে যেমন পূণরায় ফিরিয়ে পাচ্ছে রোম মার্কেটে বিমানের আগের অবস্থান, তেমনি অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক আয়। আকাশে শান্তির নীড় এ কথায় বিশ্বাসী বিমান সকল সুযোগ সুবিধা বজায় রাখলে রোম ষ্টেশনে ব্যাবসায়ী সফলতা অর্জনে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা করেন ইতালী প্রবাসীরা।
amra saudi probashira kinto protiniutoye bonchitau hossi bimaner kangkitau sebha teke. konau flightoi sedeol tik rakte parena ekane[biman] autoso ekanye amra 25 laker o upore bangladeshi probashira bash korci. aie dikta keal rakar ki keo asen bimaner ?