শাইরা হোসেন রানীঃ বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা টাউন তরপিনারতারা সংলগ্ন শহীদমিনার পার্কে প্রবাসী বাংলাদেশীদের বিপুল উপস্থিতিতে মেলা প্রাঙ্গনে খুঁজে পাওয়া গেছে একটি খুদ্র পরিসরে বাংলাদেশ। মেলায় শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও বাঙ্গালিয়ানায় সেজে মেলায় উপস্থিত হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীও শিল্পীদের পাশাপাশি ছিল বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত যাদুকরের মনমুগদ্ধকর যাদু। মেলায় দেশিও খাবারের সুবাস মুহূর্তেই দেশের কথা মনে করিয়ে দিচ্ছিল। চটপটি,হালিম,জিলাপি,ঝালমুড়ি ইত্যাদি প্রবাসী বাঙ্গালীসহ আগত অতিথিদের মুগদ্ধ করেছিল। মেলা কমিটির প্রধান মুখপ্রাত্র ইমদাদুল হক মিরদার সঞ্চালনায় অতিথিদের বরণ করে নেন মন্সুর আহমেদ শিপু। মেলার আনুষ্ঠানিক উদ্ভদন কালে রাষ্ট্রদূত এর পাশে উপস্থিত ছিলেন ইতালিও আওয়ামীলীগ এর সভাপতি হাজী ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালির বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতে। উল্লেখ্য এই মেলার পরপরি রোমে আরো দু’টি মেলায় আয়োজন করা হয়েছে। যার একটি আগামী ৯ মে থেকে ১২ই মে রোমের সেন্তসেল্লি পার্কে অনুষ্ঠিত হবে এবং এটি আয়োজন করছেন ইতাল বাংলা সমিতি ও বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে( এ মেলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ) । এবং এর পরের মেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ই মে থেকে ২০ই মে রোমের ভিত্তরিও পার্কে এবং এটি আয়োজন করছেন ভিল্লাজ্জিও এসকুইলিনো অনলুস সমিতির পক্ষ থেকে।
ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলা, সাথে জেনে নিন আরো দুইটি মেলার সময় ও স্থান।

রাজউক এর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের একটি প্লট বিক্রয় করা হবে। সরাসরি মালিক দ্বারা।
ইতালিতে পবিত্র কোরআনে আগুন ও মসজিদের প্রবেশ দ্বারে শয়তানের আস্তানা লেখার প্রতিবাদে বিক্ষোভ মিশিল
বরাবরের মতো এবারেও ইতালির রোমে ব্যাপক আয়োজনে পালিত হতে যাচ্ছে চাইনিজদের নববর্ষ বা Happy New Year ২০...
ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূতের কাছে স্বারক লিপি- বিষয়ঃ ইতালীতে ইয়াবা ড্রাগ
গতকাল ইতালির রোমে অবৈধ ব্যবসায়ী হকার দের ব্যাপক ধরপাক! ভিডিও সহ
রোমে তিন বাঙ্গালী গ্রেফতার পর্যটক এলাকায় ছিনতাই এর অভিযোগে!