• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালী প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের জানানো যাচ্ছে যে, CITIZEN MOVEMENT এর উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

নাগরিক আন্দোলন বিশাল জনসভা
আসসালামু আলাইকুম,
ইতালী প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের জানানো যাচ্ছে যে, CITIZEN MOVEMENT এর উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় দল মত নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ
জনাব মহিদুর রহমান – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বি, এন পি কেন্দ্রীয় কমিটি- বাংলাদেশ
বিশেষ অতিথিঃ এম এ মালেক। আহবায়ক সিটিজেন মুভমেন্ট- লন্ডন।
বিশেষ অতিথিঃ FILIPPO DEL CORNO, ASSESSORE ALLA CULTURA- COMUNE DI MILANO
প্রধান বক্তাঃ মুফতি শাহ্ সদরুদ্দিন- লন্ডন
বিশেষ বক্তাঃ ব্যারিষ্টার আবু বক্কর মোল্লা, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ- লন্ডন।
বিশেষ বক্তাঃ প্রিন্সিপাল মামুনুর মোরশেদ- লন্ডন।
বিশেষ বক্তাঃ বাদল ভুইয়া, সভাপতি- বি এন পি মিলান- ইতালি
বিশেষ বক্তাঃ রকিয়ত উল্লাহ, সভাপতি- বি, এন, পি- ইতালী
স্থানীয় বিশেষ অতিথিঃ এমদাদ হোসেন খান- সভাপতি বি, এন, পি মিলান- ইতালী
যে সমস্ত দেশের বক্তারা অংশগ্রহন করবেন-
আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, কানাডা, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, স্পেন, পর্তুগাল, গ্রীস, হল্যান্ড, আয়ারল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।

আহবানেঃ
আবদুল্লাহ আল মামুন। আহবায়ক- সিটিজেন মুভমেন্ট- ইতালী
হাফিজুল ইসলাম। যুগ্ন আহবায়ক- সিটিজেন মুভমেন্ট- ইতালী
সমন্বয়কারী- মোঃ মাজহার হোসেন চৌধুরী।

তারিখ- ৯মার্চ রোজ রবিবার সময় বিকাল ৩.৩০মিনিট
স্থান- DON BOSCO, VIA COPERNICO 9, MILANO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *