প্রবাসের মাটিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষা দেওয়া সহ নিজের দেশের সংস্কৃতি সহ দীর্ঘদিন যাবত আরো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডমূলক কাজ করে আসছে ভেনিস বাংলা স্কুল। সম্প্রতি এই ভেনিস বাংলা স্কুল বাচ্চাদের সাথে সাথে প্রবাসী নারীদের নিয়ে নতুন একটি বিভাগ উন্মোচন করতে যাচ্ছে আর সেই বিভাগের সকল সুবিধা সমূহ প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা ভেনিসে বসবাসরত বাঙ্গালী নারীদের নিয়ে একটি আলোচনা মূলক সভার আয়োজন করতে যাচ্ছে এবং উক্ত সভায় ভেনিস বাসীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
আলোচ্য বিষয়ঃ ধর্ম, বাসস্থান,বাচ্চাদের লেখাপড়া, ইতালিয়ার ভাষা শিখার কোর্স এবং আঞ্চলিক সাহায্য সহযোগীটা।
একত্রিত হওয়ার সময়ঃ প্রতি বৃহস্পতিবার, সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত।
একত্রিত হওয়ার স্থানঃ ভিয়া কসতা ১২ মেসত্রে (VIA COSTA 12, Mestre )