• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে সেন্তসেল্লে পার্কে বৈশাখী মেলা ১৪২১ আগামী ৯-১০-১১ ও ১২ মে ৪ দিন ব্যাপি।

ByLesar

Apr 26, 2014

ইতাল বাংলা সমিতির সমন্বয়ে ও ব্যবস্থাপনায় বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে বৃহত্তর ফরিদপুর, ঢাকা, নোয়াখালী,ময়মনসিংহ,বরিশাল,সিলেট জালালাবাদ, চত্রগ্রাম সহ রোমের সকল সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন সমূহের সার্বিক সহযোগীতায় আগামী ৯-১০-১১ ও ১২ মে ৪ দিন ব্যাপি রোমে সেন্তসেল্লে পার্কে বৈশাখী মেলা ১৪২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় প্রধান অতিথি থাকবেন, মান্যবর রাষ্ট্রদূত মোহম্মদ শাহদৎ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন, ইতালীয়ান ও বাংলাদেশী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। মেলায় বাংলাদেশ থেকে আসছে এক ঝাক তারকা সাথে থাকছে ইতালীর জনপ্রিয় শিল্পীবৃন্দ।

স্থানঃ

সেন্তসেল্লে পার্ক

(বৈশাখী মেলার মাঠ)

Via Casilina,Rome-Italy.

[youtube Uvt6js-UZ_4?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *