• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে নাম করা ব্র্যান্ড Hogan,Nike,Adidas এর নকল ৪৫ হাজার জুতো সহ একটি ট্রাক আটক করা হয়েছে। দেখুন ভিডিও।

ByLesar

Mar 1, 2014

ইতালির বিভিন্ন শপিংমলে আমরা এই নাম করা ব্র্যান্ড এর জুতো গুলো অনেক দাম দিয়ে ক্রয় করে থাকি। কেননা এই ব্র্যান্ড এর জুতো যেমন টেকসই তেমনি পরেও আরাম। তবে বেশ কয়েক বছর ধরেই অনেকে একটি বিষয়ে হয়তো লক্ষ্য করেছেন!! যে বর্তমানে ইতালির নাম করা বিভিন্ন শপিংমল গুলো থেকেও এই ধরেনের জুতো ক্রয় করেও কেমন জেনো আগের মতো সেই মানের জুতো পাওয়া যায়না!! দেখা যায় অনেকটা নকল জুতোর মতো কিছু দিন যাওয়ার পর আর বেশি দিন লাস্তিং করে না অথবা দেখা যায় সেই আগের মতো পরে মজা পাওয়া যায় না। এবং সবশেষে আমরা বাধ্য হয়ে ব্র্যান্ড পরিবর্তন করে থাকি। কিন্তু আমরা কি জানি আসলে এর আসল কারন তা কি? হে বন্ধুরা আজকে আমরা দেখবো এর কারন নিয়ে একটি ভিডিও। ইতালির পুলিশ তাদের বিশেষ টিম এর সাহায্যে এক বড় ধরণের চক্রকে হাতেনাতে ধরেছে। যারা বুরগেরিয়া থেকে ৪৫ হাজার এসব ব্র্যান্ড এর নকল জুতো নিয়ে ইতালিতে প্রবেশ করার পরে ধরাপরে। যার মূল্য এক মিলিয়ন ইউরো। এভাবেই ইতালিতে বিভিন্ন দেশ থেকে এসব নকল পণ্য প্রবেশ করছে, এবং এদের সাথে জড়িত বড় বড় শপিং মলের মালিক করতিপক্ষ।

[youtube GakMQR9yBWk?modestbranding=1&rel=0 nolink]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *