• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির নগরী আরেজ্জোতে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম ২০১৪ শুরু আগ্রহীরা যোগাযোগ করুণ

ByLesar

Jan 28, 2014

ইতালির নগরী আরেজ্জোতে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন আরেজ্জো এর পরিচালনায় শুরু হয়েছে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম ২০১৪ইং। অনেক দিনের আকাঙ্খিত আরেজ্জো বাংলা স্কুলের মাদ্ধমে ইতালির আরেজ্জো নগরীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী প্রতিটি শিশুর মনে বাংলা ভাষা ও আমাদের সংস্কৃতি তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আর প্রবাসের মাটিতে থেকেও শত ব্যস্ততার মাঝে স্কুলে সময় দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজের দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরার মতো এই মহৎ কাজে জড়িত প্রতিটি সদস্যকে আমরা আমিওপারি টিম ও ইতালি প্রবাসী একান্ত ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এর সাথে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন আরেজ্জো সকল অভিভাকদের প্রতি উদ্দেশ্য করে বলেন, (যারা আমাদের প্রচেষ্টা কে বিশ্বাস করে তাদের প্রজন্ম কে আমাদের হাতে তুলে দিয়েছেন।আমরা আপনাদের এই বিশ্বাস কে অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ) পাশাপাশি অনুরোধ করবো আপনাদের বন্ধুবর্গ ও পরিচিতদের আমাদের কার্যক্রম সম্পর্কে জানিয়ে সাহায্য করুণ যাতে তাদের শিশুটি যেন আমাদের স্কুলে আসে এবং প্রবাসে থেকেও দেশের ভাষা ও সংস্কৃতি শিখতে পারে। মনে রাখবেন আপনার হেলামির কারনে ওরা জেনে প্রবাসে থেকেও দেশের ভাষা ও সংস্কৃতি থেকে দূরে চলে না যায়। আপনাদের সবার দোয়া কামনায়ে।

এড্রেসঃ
Sede legale : Via Beato Angelico n.1,
Sede operativo : via marco perennio 24/16
Arezzo – Italy – cap 52100
tel / fax : 0575 1820280
Tito Anisuzzaman  3281198740

কতৃপক্ষ

বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন আরেজ্জো   

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *