• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির বোলজানোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

ByJahangir Alam Sikder

Feb 26, 2014

জাহাঙ্গীর আলম সিকদার ইতালি,বোলজানোঃ২২শে ফেব্রুয়ারী ইতালির বোলজানোতে বাংলা স্কুলের উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার চেন্ত্র ত্রেভি (Centro Trevi) ভিয়াঃ কাপ্পুচ্চিনি ২৮-বি- তে বাংলাদেশ সমিতি বোলজানোর সার্বিক সহযোগিতায় হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন। তিনটি পর্বে শেষ করল প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন দেশি লোকদের উপস্থিতিতে। সকাল থেকে শিশুদের নিয়ে স্রদ্ধা নিবেদনের রেলি ছিল পিয়াচ্ছা(চত্তর) সহ বিভিন্ন ভিয়া (রাস্তা)য় এবং ফিরে এসে অস্থায়ী বেদিতে পুস্প অর্পণ করল। পরিচালনায় ছিলেন সাহনাজ সিকদার, হোসেন রাজিয়া, আক্তার পারুল, হক সায়লা আজমিন ও ঊর্মি। উপস্থাপনায় ছিলেন সিফাত ও মনিরা বেগম।দ্বিতিয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:-

  • ড . ক্রিস্টিয়ান টোমাসিনি – ভাইস প্রেসিডেন্ট, এবং বোলজানো প্রদেশের অতিথি বৃন্দ।
  • ফিলিপ আথামের – বোলজানো প্রদেশের ইন্টেগ্রাসিয়নের আছেছোরে, কুলতুরা টেডেস্কো – SVP
  • লুইজি গাল্লো – আছেছোরে কমুনে দি বোলজানো
  • রবেরতো মেদ্দা – সিনিয়র রিসার্চার ইউরাক – EURAC
  • এমিলিও ভেট্টরি – সাংবাদিক। ইউরোপিয়ান একাডেমি
  • ছাইটছ উলরিখ – বোলজানো প্রদেশের হেলথ ডিরেক্টর
  • ফুলভিও গারডুমি – প্রেসিডেন্ট, ত্রেন্ত-বোলজানো সাংবাদিক সমিতি ও আরো অনেক প্রশাসণিক গুরুত্ব লোকজন ।

পরিচালনায় ছিলেন বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মির্জা লতিফুল হক এবং উপস্থাপনায় ছিলেন শাহ্‌ পরান ও মিজান । সভার শুরুতে সভাপতি জয়নাল আবেদিন এবং বিদেশী অতিথিরা ভাষণ প্রদান করেন। বোলজানো বাংলা স্কুলের পক্ষ থেকে মির্জা লতিফুল হকের দাবিতে বোলজানো প্রদেশের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান টোমাসিনি সহযোগিতার আশ্বাস দেন।৩য় পর্বঃ মিলান থেকে আসা বাংলাদেশের গর্ব কাজী টিপুর পরিচালিত  ফিল্ম ১৮+ ও সাংস্কৃতিক সন্ধ্যায় ইতালির নগরী উদিন, ভেনিস,মিলান ও ক্রেমা থেকে আসা সোহেল ,সাকিব,এনাম ও সিরিন আক্তার এর গানে গানে আনন্দ দেন দর্শকদের। ছিলেন ইতালির নগরী মিলানের টিভি প্রতিনিধি পলি আক্তার। প্রবাসে মহান একুশের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আরও মহান ও শ্রদ্ধায় এগিয়ে দিলো বিদেশীরাও।সার্বিক সহযোগিতায় ছিলেন জয়নাল আবদিন, জাহাঙ্গীর আলম শিকদার, নিপ্পণ,বোরহান,শাহ মিজান, মাশুক, আব্দুল হক,  সিরাজুল হক, মিজান, সুদীপ, তোতা,ছালাহউদ্দিন, স্বপন, সেলিম সহ আরো অনেকে । মাতৃভাষা দিবসের শহীদ মিনার নির্মাণে ছিলেন :- বোরহান ও নিপ্পণ।

Jahangir Alam Sikder

আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমি একজন অতি সাধারণ মানুষ। প্রায় ১ যুগ ধরে ইতালির বোলজানো শহরে বসবাস করছি। আর বোলজানোর প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন কাজকর্ম গুলো লেখা লেখির মাধ্যমে সবার কাছে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে। My Website: www.jahangirsikder.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *