• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির নগরী পাদোভায় দূতাবাস থেকে কনস্যুলার সংক্রান্ত কাজের সেবা দেওয়া হবে আগামী ১লা ও ২রা ফেব্রুয়ারী ২০১৪

ByLesar

Jan 27, 2014

বিশেষ বিজ্ঞপ্তিঃ এতদ্বারা সকল ইতালি প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কালচারাল সেন্টার অফ পাদোভা কতৃক আগামী ১লা ও ২রা ফেব্রুয়ারী ২০১৪ ইং দূতাবাস সংক্রান্ত সকল সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।

আপনার পাসপোর্ট গ্রহন/প্রদান/নবায়ন/সনদ সত্যায়ন সহ সকল প্রকার কার্যক্রম সম্পাদনের জন্য এমব্যাসি কতৃক সদয় সম্মতি জ্ঞাপন করছি। উক্ত আয়োজনে উপস্থিত হয়ে সেবা গ্রহনের জন্য বিশেষভাবে আমন্ত্রন জানাচ্ছি।

স্থানঃ Via j. Montagnana, no- 07, Padova, Italy (পাদোভা ষ্টেশন সংলগ্ন)

তারিখঃ ১লা ও ২রা ফেব্রুয়ারী ২০১৪ ইং

রোজঃ শনিবার ও রবিবার।

সময়ঃ সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

যোগাযোগঃ বাচ্চু মিয়া- ৩২০১৬৮৬২৭৮, হুমায়ুন কবির- ৩৪৭০৩৯৮৭৪৭

রফিকুল ইসলাম- ৩৪৮৯৩৪২৪৪৬ ও আবুল কাশেম সেলিম- ৩৮৮৭৫৩৭৯৩১

সার্বিক তত্ত্বাবধানেঃ শাহ সেলিম- ৩৮০৬৮৯৬৯৩০

[youtube vK_sKiBTOek?modestbranding=1&rel=0 nolink]

———————————————————————————————————————————————

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *