• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমের তরপিনারতারায় ছিনতাইকারী পিস্তল সহ ছিন্তাই করতে গেলে ঘটনা স্থল থেকে ধরা পরে।

ByLesar

Jan 12, 2014

টাকা দেও নাহলে গুলি করবো? কিন্তু ভাগ্যক্রমে সেখানে উপস্থিত ছিল কারাবিনিয়েরির একজন কর্মকর্তা কাজের অবসরে তার স্ত্রি সহ। ঘটনাটি ঘটে আজ সকালে ইতালির রোমের তরপিনারতারা এলাকায়। Piazza della Marranella e via Casilina  মাঝে অবস্থিত একটি দোকানে এই ঘটনাটি ঘটে। ৩৬ বছরের এক রোমানিয়ান দোকানে প্রবেশ করে দোকানদারকে মারধর করতে থাকে এবং বলে ক্যাশ খুলে টাকা দাও নাহলে গুলি করবো। কিন্তু ঠিক সেই সময় দোকানে ইতালিয়ান পুলিশ বিভাগের কারাবিনিয়েরি তার অবসর সময়ে ডিউটির  বাইরে তার স্ত্রি কে নিয়ে সেই দোকানে কেনাকাটা করা অবস্থায় ঘটনা উপলব্ধি করে এবং সুযোগে সে ওই ছিনতাইকারীর ঘাড়ে আঘাত করলে পড়ে যায় এবং সাথে সাথে ওকে আটক করা হয়। শেষে কারাবিনিয়েরি কল করে ওকে ধরিয়ে দেওয়া হয়। ঘটনা স্থলে ছিনতাইকারীকে তালাশ করলে ওর কাছে একটি পিস্তল সহ ১৮৫ ইউরো পাওয়া যায়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *