• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

গ্রীসে অনেক কষ্টে আছে প্রবাসী বাংলাদেশীরা ইতালির রোমের মতো এখানেও বর্ণবাদীদের হামলা

ByLesar

Dec 16, 2013

সম্প্রতি গ্রীসে বসবাসরত বাংলাদেশীদের মর্মান্তিক অবস্থা নিয়ে করা হয়েছে এই ভিডিওটি। গ্রীসের রাজধানী এতেন্সে বাঙালীদের  উপরে সেই দেশের কিছু কতিপয় সন্ত্রাসীরা বাংলাদেশি বা বিদেশি দের দেখলেই আক্রমণ করছেন । সম্প্রতি এমন আরও একটি ঘটনা ঘটেছে ইটালির রাজধানী রোমেও বাংলাদেশিদের উপরে। কিন্তু এতেন্সের ঘটনাটি গ্রীসের রাজনৈতিক দল কিশাম গিরের সমর্থকরা করছেন ।বর্ণবাদি এই দলটি কালো চামড়ার মানুষ কে দেখলেই হিংস হয়ে পড়ে মারার জন্য ।কিশাম গিরের সমর্থকদের ভাষা মতে তাদের দেশের বর্তমান অবস্থার জন্য বিদেশিরা দায়ী আর এজন্য তারা বিদেশি দের দেখা মাত্র হিংসর মত জাপিয়ে পরছেন তাদের উপর। গ্রীসের প্রতিরক্ষা মন্তলায় বাংলাদেশিদের কাছে বাংলা ভাষায় একটি লিফলেট প্রচার করছে তাতে লেখা আছে নিরাপদে নিজ উদ্বেগে দেশে ফিরে জান । এই অবস্থায় গ্রীসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে আতংক বিরাজ করছে । এ নিয়ে আরো বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ

[youtube iRuPe4X2DWg?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *