• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলাদেশে নিখোঁজ, গুম ও হত্যার প্রতিবাদে মানব বন্ধন,সুইজারল্যান্ডের জেনেভাতে

ByLesar

Dec 13, 2013

সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ- -বাংলাদেশে নিখোঁজ, গুম ও হত্যার প্রতিবাদে মানব বন্ধন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির লাকসাম পৌরসভার সভাপতি জনাব হুমায়ুন কবীর পারভেজ এবং লাকসাম উপজেলা বি.এন.পির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু র্যাবের কতৃক গ্রেফতার হন গত ২৭শে নভেম্বর রাত সাড়ে দশটায়। তাদের আত্মীয়স্বজন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করেন । এমনকি পুলিশ, বিজিবি, র্যাব কোন সংস্থা-ই বিষয়টি স্বীকার করছেনা । এমতাবস্থায় গত ১২ই ডিসেম্বর বাসেল বি.এন.পি -কমিটি ফর ফ্রিডম অব হুমায়ুন এন্ড হিরু- নামের সংগঠনটি জাতীসংঘের সদরদপ্তরের সামনে মানববন্ধন ও মুক্তির দাবী করেন । বক্তারা বলেন , বাকশাল সরকার গত পাঁচ বছরে বিরোধীদলের উপর নিপীড়ন, নির্যাতন করে, পুলিশ বাহিনী দিয়ে গুম ও মানুষ হত্যাকরে রাজনৈতিক প্রতিহিংস চরিতার্থ করেছে । দেশে এখন গৃহযুদ্ধ চলছে । তাই অনতিবিলম্বে রাজনৈতিক ব্যক্তিদের মিথ্যা মামলা প্রত্যাহার করে, নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশ ও দেশের মানুষকে মুক্তি দিন । উপস্থিত ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন, নাসির খান, কুদরত এলাহী টুকু, মাহবুবুর রহমান, মনির হোসেন, ইসমাইল ও হাজী রেক্সাবী প্রমুখ ।পরে বাংলাদেশ কনস্যুলেট অফিস ও ইউ এন ও তে স্বারকলিপি প্রদান করা হয় ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *