• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কমুনি দি রোমার ১ নং মুনিচিপিও ও বাঙ্গালী ও চীনার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৩ আন্তর্জাতিক উৎসব

Byমো: রাসেল

Nov 24, 2013

এ্যাসোসিয়েশন ভিল্লাজ্জ এসকুইনিনো অনলুস এর প্রতিষ্ঠাতা কর্ণধার ডঃ সুলতান আহমেদ মিনা এর উদ‌্যোগে কমুনি দি রোমার ১ নং মুনিচিপিও এর তত্ত্বাবধানে ও চিনা  এবং বাঙ্গালী কমিউনিটির সহায়তায় প্রজেক্ট “Sponsorizzamo il parco giochi dei Bambini a piazza vittorio” আগামী ২০ও ২১ ডিসেম্বর ২০১৩ আর্ন্তজাতিক উৎসব’ বাঙ্গালী ও চিনা ব্যবসায়ীদের উপঢৌকনকৃত উপকরন গুলোর বিক্রিকৃত অর্থ দিয়ে(যেমন নাতাল উপলক্ষে বিভিন্ন ধরনের উপহার মাত্র এ ইউরোর বিনিময়ে যে কেউ ক্রয় করতে পাড়বেন, যেমন তরতা বিভিন্ন ধরনের বাচ্চাদের চকলেট বা খেলাধুলার দ্রব্যাদি ইত্যাদি) ভিক্টোরিয়া পার্কের শিশুদের খেলাধুলার সামগ্রীর সংস্করন ও নতুন করে পুনর্নির্মাণ করা হবে।যাতে করে প্রবাসে বেঁড়ে উঠা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা আমাদের শিশু সন্তানেরা আরো ভালো পরিবেশে খেলাধুরার সুযোগ পায়। আর সেই লক্ষকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক উৎসবের। অনুষ্ঠান উপলক্ষে ভিত্তরিও পার্ক সংলঙ্গ ভিয়া প্রিনচিপে এলযেরিও থেকে শুরু করে ভিয়া নাপোলিয়নে পর্যন্ত রাস্তা ও সেখানের দোকান গুলোতে লাইটিং সহ সাজসজ্জা করা হবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর ২০১৩ শুক্র ও শনিবার ভিক্টোরিয়া পার্কে মেলা অনুষ্ঠিত হবে। বড়দিনের উৎসব সহ ইংরেজী ও চিনা নববর্ষ উৎযাপন পর্যন্ত সকল ডেকোরেসন বহাল থাকবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই স্বপরিবারে আমন্ত্রিত।

আমন্ত্রনেঃ villaggio EsQuilino onlus এর কর্নধার ডঃ সুলতান আহমেদ মিনা।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

 

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *