• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বিশ্ব অর্থনীতি মন্দার পর ঘুরে দাড়াতে শুরু করেছে ইউরোপের অর্থনীতি এ নিয়ে দেখুন একটি ভিডিও প্রতিবেদন


বিশ্ব অর্থনীতি মন্দার পর ঘুরে দাড়াতে শুরু করেছে ইউরোপের অর্থনীতি। আর ইসলামিক অর্থনীতি ব্যবস্থাকে ইউরোপ ও অন্যা‌ন্য পশ্চিমা দেশগুলোর মাঝে তুলে ধরতে অনুষ্ঠিত হলো ৯ম ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম সম্মেলন। গত ৫ থেকে ৭ই নভেম্বর ২০১৩ইং পর্যন্ত তিনদিন ব্যাপী লন্ডনের এক্সেল এক্সিবউটিং সেন্টারে অনুষ্ঠিত হয়। উদ্ভোদনী অনুষ্ঠানে বৃটেনের প্রধানমস্ত্রী ডভিট ক্যামেরুন সহ বিশ্বের সহ বিশ্বের আরো ১৭টি দেশের রাষ্ট্র প্রধান উপস্থিত ছিলেন। সম্মেলনে সুদমুক্ত ইসলামী শরীয়া মোতাবেক বিনিয়োগের বিষয়টি তূলে ধরেন অংশগ্রহন কারী ইসলামী বিনিয়োগ কারী প্রতিষ্ঠানগুলো। এই বিনিয়োগকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে শীর্ষে থাকা ওসেস ত্রিসেন্ট এর মূখ্যপাত্র জানান- বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা গ্রাহকদের ইকোনোমিক গেটওয়ে হিসেবে পরিচিত হওয়ার লক্ষে লন্ডনে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ আর আগামীতে এ ধরনের প্রতিষ্ঠানের পরিধি আরাও বাড়বে। বর্তমানে সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড ও বৃটেন এই তিনটি দেশের এজেন্টের মাধ্যমে বিশ্বের ৪১টি দেশের গ্রাহকদের ইসলামী বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। গ্রাহকদের অর্থ সম্পূর্ন ইসলামিক নিয়মনীতি মেনে বিনিয়োগ করতে বিশেষঞ্জ শরীয়া কাউন্সিলের পরামর্শ নিয়ে থাকে।অমুসলিম দেশগুলোতে মুসলিম অর্থনীতির ভূল ধারনা দূর করতে এবং ওয়াসিস এর মত বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আরো বেশী সুযোগ করে দিতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ন ভুমিকা হিসেবে পালন করবে বলে মনে করবেন লন্ডনে বাঙ্গালী ইসলামি স্কলার ডঃ মোঃ আবদুল বাড়ী। সম্মেলনে বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন- দেশে ক্রমবর্ধমান ইসলামি ইকোনোমি খাতে এ ধরনের অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।এনিয়ে আরো বিস্তারিত জানতে দেখুন চ্যানেল এস ইউকের সিনিয়র রিপোর্টার শাহ্‌নেওাজ রকির রিপোর্টের ভিডিওটিঃ

[youtube Ps31i52QQgQ?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *