সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃআগামী ৭ সেপ্টেম্বর মন্চায়নের লক্ষে মহড়া চলছে সুইজারল্যান্ড প্রবাসী বাংলা ভাষাভাষীদের থিয়েটার গ্রুপ- সুইচ-বাংলা থিয়েটারের প্রথম প্রযোজনা বিয়ে বিড়ম্বনার । গত ৩১ শে মার্চ থেকে প্রযোজনা ভিত্তিক কর্মশালা শেষে- বিয়ে বিড়ম্বনার নির্দেশনা দিচ্ছেন, ঢাকার নাট্যদল নাটুকের দলপ্রধান, নির্দেশক, অভিনেতা আল্ নোমান। বিশ্ববিখ্যাত ব্যাংগ-রসাত্মক নাট্যকার মলিয়্যের রচিত-লা ম্যারেজ ফোর্স এর বাংলায় অনুবাদ করেছেন অরুপ রুদ্র। রুপান্তর ও পরিকল্পনায় রয়েছেন চট্রগাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক- অসীম দাস। অভিনয়ে রয়েছেন, আল্ নোমান, রহমান খলিলুর, নেজাম উদ্দীন, আমজাদ চৌধুরী, রফিকুল ইসলাম আকাশ, আশরাফুল আলম লিটন, সাদাত হোসাইন, মিলি হোসাইন, মাসুম খান, কুদরত এলাহী টুকু, তানভীর চৌধুরী, মামুন, অরুন বড়ুয়া প্রমুখ।
সুইজারল্যান্ডে মহড়া চলছে সুইচ-বাংলা থিয়েটারের নাটক বিয়ে বিড়ম্বনার

সুইজারল্যান্ডের জেনেভায় মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর মত বিনিময়
সুইজারল্যান্ডে নব্য রাষ্ট্রদুত এম শামীম আহসানকে সংবর্ধনা
লন্ডনে ৩০ বাংলাদেশি গ্রেপ্তার, আতঙ্কে বাঙালি পাড়া
মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ : রাষ্ট্রদূত শামীম
গতকাল ইউরোপীয় পুলিশ সংস্থা একযোগে জটিকা অভিযান চালিয়ে বিভিন্ন দেশে জাল ভিসা, ডকুমেন্টস,পাসপোর্ট, ড্র...
ইউরোপিয়ান ইউনিয়ন ‘‘রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী বাংলাদেশের গৃহীত পদক্ষেপ রিভিউ করবে"
Schengen visa na hole kagoj kora jabe