গ্রীসের চরম অর্থনৈতিক মন্দার মধ্যে গ্রীসের নাগরীক দুই বোন বাণিজ্যিক ভাবে শামুক চাষ শুরু করে। বিশ্বের বিভিন্ন দেশে শামুক রপ্তানি করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলাই ছিলো তাদের প্রধান উদ্দেশ্য। গ্রীসের আর্থিক মন্দায় চাকরীর বাজারে যখন অনিশ্চয়টা ও সঙ্কট তখন অনেক তরুণ-তরুণী নিশ্চিত আয়ের উৎস হিসেবে আগের পেশা বাদ দিয়ে আসছেন শামুক চাষে।দেশি জাতের শামুক চাষও খুলে দিতে পারে বানিজ্যিক সম্ভাবনার দুয়ার। মৎস খাদ্যের উপজাত “মিট এন্ড বোন” এর আমদানি নির্ভরনা কমাতে পারে শামুক। তাছাড়া হাসের খামারে সরাসরি শামুক খাবার হিসেবে ব্যবহার করা যায় ফলে এর বাজার কিন্তু ছোট নয়। দেশি প্রজাতির আপেল শামুক চাষ করেও অনেকে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]