• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আপনার Android ফোনটি দিয়ে খুব সহজেই দেখে নিন ইতালিতে ট্রেনের সময়সূচি কিংবা বর্তমান অবস্থান

Byমো: রাসেল

Oct 19, 2013

মো রাসেল > সালাম ও শুভেচ্ছা সবাইকে। আশাকরি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভাল আছেন। বর্তমানে মোবাইলে অনেকে ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে যে কোন এপ্লিকেশন খুব সহজেই রান হয় বলে বর্তমানে অনেকেই Android কে পছন্দের ফোন হিসেবে বেছে নেন। কেউ কেউ Facebook, Skype, Gtalk ইত্যাদি এপ্লিকেশন এই ফোনেই ব্যবহার করেন। আজকে আমি এমন একটি এপ্লিকেশন নিয়ে লিখব যা ইতালিতে Android ফোন ব্যবহার কারীরা উপকৃত হবেন বলে মনে করি। ইতালীতে অনেকেই দৈনন্দিন জীবনে কিংবা বিভিন্ন সময়ে ট্রেন এ চড়েন বিভিন্ন প্রয়োজনে। আবার অনেকেই মাঝে মাঝে তার নিকট আত্মীয়কে লিফ্ট দেন যে কিনা ট্রেন এ নিয়মিত যাতায়ত করে থাকে। তখন তাদের ট্রেনের সময়সূচি জানার প্রয়োজন হয়। এদের মধ্যে Android ফোন ব্যবহার কারীরা খুব সহজেই একটি এপ্লিকেশন দিয়ে সময়সূচি এমনকি রানিং কোন ট্রেনের বর্তমান অবস্থান সম্পর্কে ও জানতে পারবেন খুব সহজেই। যেমন ট্রেনের চলাচলে সেটি লেট কিংবা রিতার্দো আছে কিনা, তাছাড়া ট্রেনের সিডিউল পরিবর্তন হয়েছে কিনা সব কিছুই জানা যাবে।
লক্ষ্যনীয় বিষয় এই, যে ট্রেন সম্পর্কে জানবো তার কয়েকটি বিষয় জানা থাকতে হবে।
ট্রেনে ছাড়ার ষ্টেশনের নাম
গন্তব্যের ষ্টেশনের নাম
ট্রেনের নম্বর
ট্রেনের তারিখ ও সময়

এবার Android ফোন ব্যবহার কারীরা play store থেকে Trenitalia এপস্ টি ডাউনলোড ও ইন্সল করে রান করি।
এখন
Da{From এ ট্রেনে ছাড়ার ষ্টেশনের নাম লিখি}
A{To এ গন্তব্যের ষ্টেশনের নাম লিখি}
giorno{ Date } ও Alle {Time} দিয়ে Cerca কিংবা Find তে চাপি

বাস মুহুর্তের মধ্যে ঐ সময়ে থাকা সবগুলো ট্রেনের লিষ্ট চলে আসবে। প্রয়োজনীয় ট্রেনটির নাম্বারে চাপলে এর অবস্থান জানা যাবে এমনকি ট্রেনটি চলন্ত অবস্থায় থাকলে কোথায় আছে তা ও দেখা যাবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *