• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

৯৯ ডলারে নতুন আইফোন না আইফোনের খোসা? জেনে নিন বিস্তারিত।

ByLesar

Sep 11, 2013

দীর্ঘদিনের ধ্যানধারণা থেকে একেবারেই সরে এসে অ্যাপল বাজারে নিয়ে এসেছে কমদামি আইফোন ৫সি। সঙ্গে আছে আইফোন ৫ মডেলের অভিনব আর গতিশীল সংস্করণ ৫এস।বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোনের বাজার ভারত, চীন আর জাপান এবার অ্যাপলের অন্যতম লক্ষ্য। এ ত্রিদেশ এবং দক্ষিণ এশিয়ার ইমার্জিং মার্কেটে এবারে আইফোন নবউদ্যোগে যাত্রা শুরু করল।আইফোন ৫এস: মডেল এসেছে তিনটি ভিন্ন রঙে। সোনালি, সাদা আর কালো। এ মডেলের মূল অবয়ব তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ধাতুর সংমিশ্রণে।আইফোন ৫এস মডেলের কারিগরি বৈশিষ্ট্যেয় নতুন সংযোজন ‘এ৭’ প্রসেসর। এটি স্মার্টফোনে ব্যবহৃত বিশ্বের প্রথম কম্পিউটার গতির প্রসেসর। এর শক্তি একটি ৬৪ বিট ডেস্কটপ কম্পিউটারের মতো। স্মার্ট দৃশ্যপটে দুর্দান্ত রঙিন আবহ আর গতিকে আরও দ্বিগুণ করেছে এ কম্পিউটার ঘরানার প্রসেসর।আইফোন ৫এস মডেলে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়্যাল-লেড ফ্ল্যাশ, ক্যামেরা সেন্সরে গতি বেড়েছে ১৫ ভাগ। কিন্তু এ কাজে ব্যাটারির ওপর মোটেও কোনো চাপ পড়বে না। মাত্র দু সেকেন্ডেই এ ক্যামেরা ২০টি ছবি ফ্রেমবন্দি করতে পারদর্শী।এ ছাড়াও ৭২০ পিক্সেলে ভিডিওচিত্র ধারণ করবে ১২০ ফ্রেম/প্রতি সেকেন্ডে। এইচডি ফরম্যাটে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে ৫এস মডেল দিয়ে। এটি স্মার্টফোনের ইতিহাসে একটি অনন্য সংযোজন।শক্তিশালী দুটি চিপ ব্যবহৃত হলেও এর কোনো প্রভাব পড়বে না ব্যাটারি লাইফে। এবারে থ্রিজি নেটওয়ার্কে একটানা ২৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই আর ১০ ঘণ্টা টকটাইম সুবিধা পাবেন আইফোন ভক্তরা।এবারের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বায়োমেট্রিক টাচ আইডি। একে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীর আঙ্গুলের স্পর্শ ছাড়া এ ফোনকে আনলক করা যাবে না। ব্যক্তি নিরাপত্তার প্রশ্নে এটি দারুণ এক সংযোজন হিসেবে দেখছেন আইফোন বিশ্লেষকেরা।

আইফোন ৫সি: অন্যদিকে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে অ্যাপল প্লাস্টিকের তৈরি আইফোন ৫সি বাজারে আনতে যাচ্ছে। ধারনা করা হয়েছিল এটিকে স্বল্পমূল্যের আইফোন হিসেবে গননা করা হবে। যদিও কন্ট্রাক্ট এর হিসেবে এটি স্বল্পমূল্যেরই আসলে যেখানে ১৬ গিগাবাইট হল ৯৯ ডলার এবং ৩২ গিগাবাইট হল ১৯৯ ডলার ২ বছরের কন্ট্রাক্ট এর সাথে। তবে কন্ট্রাক্ট ছাড়া এর মূল্য হবে ৫৫০ ডলার এবং ৬৫০ ডলার যাকে খুব একটা স্বল্পমূল্যের বলা যায় না।কাজেই যারা বিভিন্ন নিউজ এর টাইটেল দেখে ভাবছেন যে, এবার আইফোন কিনতে পাওয়া যাবে মাত্র ৯৯ ডলারে, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। হার্ড কোটেড পলিকার্বনেটে গড়া এই আইফোন আদলে আসলে আইফোন ৫ এরই একটি সংস্করণ যা কিনা পাওয়া যাবে ৫ ধরনের ভিন্ন রঙে। আর এ কারনেই হয়তোবা অ্যাপল তাদের ওয়েবসাইটে অ্যাপল আইফোন ৫ এর সম্পর্কে বিস্তারিত তথ্য সরিয়ে ফেলেছে।

ইতালিতে কতো দামে পাওয়া যাবে এই ফোন গুলো?: আসলে অ্যাপেল থেকে যেভাবে বলা হয়েছিলো তার সাথে তেমন কোন মিল পাওয়া যাচ্ছে না বরং এবারের আইফোন গুলো আগের তুলনায় দাম একটু বেশিই দেখা যাচ্ছে। iPhone 5C ও iPhone 5S যথাক্রমে ১৮ সেপ্টেম্বর থেকে ফ্রান্সে কিনতে পাওয়া যাবে। আর ইতালিতে পাওয়া যাবে ডিসেম্বর থেকে।উল্লেখ্য ইতালিতে অন্যান্য ইউরোপের দেশ গুলোর তুলনায় ট্যাক্স একটু বেশি হয়ে থাকে।

ফ্রান্সে iPhone 5C 16GB বিক্রি হবে ৫৯৯ ইউরো করে আর ইতালিতে এটি পাওয়া যাবে ৬৪৯ ইউরোতে।

ফ্রান্সে iPhone 5C 32GB বিক্রি হবে ৬৯৯ ইউরো করে আর ইতালিতে এটি পাওয়া যাবে ৭৪৯ ইউরোতে।

অন্যদিকে

ফ্রান্সে iPhone 5S 16GB বিক্রি হবে ৬৯৯ ইউরো করে আর ইতালিতে এটি পাওয়া যাবে ৭৪৯ ইউরোতে।

ফ্রান্সে iPhone 5S 32GB বিক্রি হবে ৭৯৯ ইউরো করে আর ইতালিতে এটি পাওয়া যাবে ৮৪৯ ইউরোতে।

ফ্রান্সে iPhone 5S 64GB বিক্রি হবে ৮৯৯ ইউরো করে আর ইতালিতে এটি পাওয়া যাবে ৯৪৯ ইউরোতে।

কাজেই মানুষ যেমনটা মনে করেছিলো তার কিছুই এর সাথে মিল নেই। বরং এবারের আইফোন গুলোর দাম আগের গুলোর চাইতে বেশিই বলা যায়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *