• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আপনার এন্ড্রয়েড ফোনটিতে খুব সহজেই কল ব্লক করুন Current Caller ID দিয়ে

Byমো: রাসেল

Oct 27, 2013

সালাম ও শুভচ্ছা সবাইকে। আশাকরি সকলেই ভাল আছেন। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের কলার কোথা থেকে ফোন করেছেন তা জানার প্রয়োজন হয়। আবার কোন কোন সময় অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজ ব্লক করার প্রয়োজন হয়। আর এইসব এর জন্য নানা এপ ইউজ করতে হয়। আর এন্ড্রয়েড ফোন ব্যবহার কারীরা Current Caller ID এপস্ এর মাধ্যমে খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন।

আশাকরি Current Caller ID এপস্ টি আপনাদের কাছে ভাল লাগবে। এক এপের মাঝেই অনেকগুলা সুবিধা। কল ব্লক, কল ম্যানেজ, কলারের প্লেস জানা সহ আরো অনেক কিছু। তাছাড়া প্রতি মাসে কয়টি কল করেছেন বা টেক্সট পাঠিয়েছেন তার গ্রাফও পাওয়া যাবে নিমিষেই।একনজরে দেখে নিই এর ফিচারগুলো. . . .
১) সকল কল আর টেক্সট এর সকল তথ্য জানিয়ে দিবে এই অ্যাপ
২) এক অ্যাপ দিয়েই সব কন্টাক্ট, মেসেজ ম্যনেজ করার সুবিধা
৩) কল আর মেসেজ ব্লক করার অপশন
৪) কলার সম্পর্কে নানা তথ্য জানিয়ে দিবে। যেমনঃ কলার কোথায় থেকে কল বা টেক্সট করেছে তাও জেনে নিতে পারেন মুহূর্তেই
৫) কলারের অবস্থান জানানোর পাশাপাশি ঐ স্থানের আবহাওয়া ও জানা যাবে
৬) কলারের ফেসবুক, টুইটার , লিংকড ইন আইডিও লিংক করা যাবে।
৭) বন্ধুদের কল ও টেক্সটের গ্রাফ ও দেখে নিতে পারেন এক পলকেই
৮) কাকে দিনের কখন ফোন বা টেক্সট করেছেন তাও চার্ট আকারে দেখা যাবে

এবার Play store থেকে Current Caller ID টি ডাউনলোড ও ইন্সটল করে ব্যবহার করা শুরু করি।
আপানারা চাইলে নিজের এই লিংক থেকে Video টি দেখে নিতে পারেন-

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *