লক্ষ্যনীয় বিষয় এই, যে ট্রেন সম্পর্কে জানবো তার কয়েকটি বিষয় জানা থাকতে হবে।
ট্রেনে ছাড়ার ষ্টেশনের নাম
গন্তব্যের ষ্টেশনের নাম
ট্রেনের নম্বর
ট্রেনের তারিখ ও সময়
এবার Android ফোন ব্যবহার কারীরা play store থেকে Trenitalia এপস্ টি ডাউনলোড ও ইন্সল করে রান করি।
এখন
Da{From এ ট্রেনে ছাড়ার ষ্টেশনের নাম লিখি}
A{To এ গন্তব্যের ষ্টেশনের নাম লিখি}
giorno{ Date } ও Alle {Time} দিয়ে Cerca কিংবা Find তে চাপি
বাস মুহুর্তের মধ্যে ঐ সময়ে থাকা সবগুলো ট্রেনের লিষ্ট চলে আসবে। প্রয়োজনীয় ট্রেনটির নাম্বারে চাপলে এর অবস্থান জানা যাবে এমনকি ট্রেনটি চলন্ত অবস্থায় থাকলে কোথায় আছে তা ও দেখা যাবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]