মো রাসেল > দক্ষিণ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে একটি অভিবাসীবাহী জাহাজ ডুবে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে বেশীরভাগ আফ্রিকা মহাদেশের অধিবাসী, ল্যাম্পেদুসার ও অন্যান্ন সংবাদ মাধ্যমে এ তথ্য প্রচার হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ল্যাম্পেদুসার মেয়র গিসি নিকোলিনি জানান, এখন পর্যন্ত ১৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটা ভয়াবহ, কবরস্থানের মতো মনে হচ্ছে।’
সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, জাহাজটিতে প্রায় পাঁচশ জনের মতো অভিবাসী ছিলেন। অভিবাসীদের বেশিরভাগই ইরিত্রিয়া, সোমালিয়া ও ঘানার নাগরিক।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে,জাহাজে ৫০০ যাত্রীর মধ্যে কমপক্ষে ২০০জনই অবৈধ ভাবে ইতালিতে আসার জন্য আরোহন করতেছিল, আর জাহাজটি ডুবার মূল কারন হিসেবে বলা হয়- জাহাজটিতে প্রথমে আগুন লাগে যাত্রীদের অস্বাভিক চলাচলে জাহাজটি ভারসাম্য হারায় এবং পরে সেটি ডুবে যায়। জাহাজডুবির ঘটনায় এখনও কমপক্ষে একশত মানুষ নিখোঁজ রয়েছে।
ইতালির কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ১’শ ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিছুক্ষন আগে আরও ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ডের জাহাজ, সাধারণ নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]