নাজমুল হোসেন,ইতালি থেকে …………ইতালির পালেরমো শহরে স্থানীয় আসন্ন কমুনির উপদেষ্ঠা নির্বাচনে প্রবাসী বাঙালি মহিলা প্রার্থী ডালিয়া আক্তার সুমির পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত । ৭ অক্টোবর সোমবার সন্ধায় স্থানীয় সান্তাকিয়ারা হলরুমে বাংলাদেশ নাগরিক সমাজ ও বাংলাদেশ তরুণ প্রজন্ম পালেরমো উদ্যোগে নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন তরুণ প্রজন্মের সভাপতি এজাজ আল মাছুম । তরুণ প্রজন্মের সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরীর পরিচালনায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি সিসিলির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম আহমেদুর রহমান,বাংলাদেশ সমিতি পালেরমোর সাবেক সভাপতি মুহিতুর রহমান চৌধুরী,বিশিষ্ট রাজনীতিবিদ হারুন উর রশিদ,লাউস চৌধুরী,সিন্টু আহমেদ ,ইসলাম খান ,হাসান মেহেদী ,তফজ্জুল তফু ,সাকের খান,রুবেন্স আহমেদ প্রমুখ ।
নির্বাচনী সমাবেশের অনুষ্ঠানে উপদেষ্ঠা পদপ্রার্থী ডালিয়া আক্তার সুমি তার বক্তব্যে বলেন,আমি আপনাদের মেয়ে ,আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি । প্রবাসের জীবনে আমি পালেরমোর প্রবাসীদের পাশে আগে ও ছিলাম এবং আগামীতেও আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই । পালেরমোর কমুনির আসন্ন উপদেষ্ঠা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি আশা করি আপনারা সকলেই আমার পাশে থেকে নির্বাচনে সহযোগিতা করবেন ।সমাবেশে উপস্থিত পালেরমোর প্রবাসীরা তাদের বক্তব্যে বলেন ,আমরা প্রবাসীরা গর্ব বোধ করি আমাদের একজন প্রবাসী এই নির্বাচনে প্রার্থী হয়েছেন । আশা করি আমাদের সকলের সহযোগিতায় উক্ত নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়লাভ নিশ্চিত করতে পারব ।উপস্থিত সকলেই তাদের বক্তব্যে ডালিয়া আক্তার সুমির পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ।
নির্বাচনী সমাবেশে প্রবাসীরা নির্বাচন সুষ্ট পরিচালনার জন্য সিন্টু আহমেদ কে সভাপতি ও এজাজ আল মাছুম কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ।এছাড়া এই সভায় পালেরমোর প্রবীন ব্যক্তিত্ব ,বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরীর একমাত্র পুত্র তরুণ প্রজন্মের যুগ্ম সম্পাদক সৈকত চৌধুরীর অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]