প্রিয় আমিওমারি পাঠক বৃন্দ আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় এবং পরম করুনাময়ের রহমতে আমরাও বেশ ভালই আছি।আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মজার খবর। এবং ইতালির এরকম তর-তাজা ও প্রয়োজনীয় খবর শুধুমাত্র এই আমিওপারি সাইটটিই দিয়ে থাকে, এবং আমরা সব সময় আপনাদের জন্য এরকম খরব নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আপনারা যারা ইতালিতে দীর্ঘদিন যাবত পরিবার বর্গ নিয়ে জীবনযাপন করছেন তাদের অনেকেই হয়তো জেনে থাকবেন যে, ইতালিতে প্রায়ই সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট এলাকার পৌরসভার বা কমুনের মাধ্যমে নিন্ম আয়ের পরিবারদের নানা রকম সাহায্য করে থাকে। ঠিক তেমনি এবারের নতুন সরকার Letta আপনাদের জন্য La Social Card 2013 বা সামাজিক কার্ড নামে একটি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এই কার্ডটি করার মাধ্যমে আপনাকে ৪০০ ইউরো বনাস সরূপ দেওয়া হবে।
তবে বর্তমানে এই কার্ডটি ইতালির ১২ টি পৌরসভার বা কমুনেরর লোকেরা আবেদন করতে পাড়বেন কিছু নিয়মাবলীর মাধ্যমে। যে কমুনিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেনঃ Bari, Bologna, Catania, Firenze, Genova, Milano, Napoli, Palermo, Roma, Torino, Venezia e Verona ।
উল্লেখিত পৌরসভা গুলোতে আপনারা এই কার্ড এর জন্য আবেদন জমা দিতে পারবেন।এই কার্ডটি অনেকটা ক্রেডিট কার্ড এর মতো বলা যেতে পারে। মানে আপনি এটি দিয়ে চাইলে অনলাইনে কেনা কাটাও করতে পারবেন।
কারা এই কার্ড এর জন্য আবেদন করতে পারবেন?– এই কার্ডটি উল্লেখিত পৌরসভার রেসিডেন্স ধারী যে কোন ইতালিয়ান এবং বিদেশীদের জন্য কার্টা দি সৌজরনো এবং নিন্মতম এক বছরের রেসিডেন্স ধারী হতে হবে। এবং আপনাদের মধ্যে কারো নামে বিগত তিন বছরের মধ্যে কোন প্রকার হেভি গাড়ি বা মোটরবাইক যেমন ১৩০০ সিসির হর্স পাওয়ার (গাড়ির ক্ষেত্রে) এবং ২৫০ সিসির (মোটরবাইক এর ক্ষেত্রে) কোন প্রকার যানবাহন নিজের নামে বা পরিবারের নামে রেজিস্ত্রেশন করা থাকলে আবেদন করতে পারবেন না। এর সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি নিজস্ব এলাকার কমুনে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের জন্য বিস্তারিত নিয়ম কানন গুলো নিচে ইতালিয়ান ভাষায় তুলে ধরা হোল।
Colui che richiede la carta dovrà possedere i seguenti requisiti:
Il nucleo familiare che fa domanda per la carta dovrà possedere i seguentirequisiti economici:
4. il valore dell’indicatore della situazione patrimoniale, come definito ai fini ISEE, deve essere inferiore a € 8.000,00;
Per il rilascio della Social Card l’INPS effettuerà una graduatoria che verrà esposta dai comuni a beneficio di tutti i cittadini, la cata sarà rilasciata dalleposte italiane e l’importo della carta varierà in base al numero dei componenti del nucleo familiare:
– Per un nucleo familiare composto da 2 membri, il valore della carta sarà di € 231
– Per un nucleo familiare composto da 3 membri, il valore della carta sarà di € 281
– Per un nucleo familiare composto da 4 membri, il valore della carta sarà di € 331
– Per un nucleo familiare composto da 5 o più membri, il valore della carta sarà di € 404
Questa Social Card 2013 si sommerà alla carta acquisti ordinaria che è disponibile per tutti i cittadini con più di 65 anni di età e per quelli con meno di 3 anni.
La Carta Acquisti ha un valore di 40 euro al mese e può essere utilizzata per la spesa e per le bollette.
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]