• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসে জেনে নিন কি ভাবে ইতালির যে কোন ঠিকানায় কতো নাম্বার বাসে বা কিভাবে যাবেন

ByLesar

Jul 20, 2013

প্রিয় আমিওপারি ডট কম পাঠকবৃন্দ আজ আমরা দেখবো কিভাবে ঘরে বসেই ইতালির যেকোনো ঠিকানা নিজে নিজেই বের করে যাওয়া যায়,মানে আপনি একটি ঠিকানায় যেতে চান কিন্তু সেই জায়গাটা আপনার অপরিচিত এখন আপনি কিভাবে সেখানে যাবেন। সাধারণত আমরা এই ব্যাপারটি নিয়ে নানান সমস্যায় ভুগে থাকি। কেননা নতুন জায়গা তাই আমরা বুঝে উঠতে পারি না কিভাবে যেতে হবে বা কতো নাম্বার বাস/ ট্রাম/মেট্রো  ধরতে হবে, আর তাই এর জন্য আমদেরকে নানান জনের কাছে প্রস্ন করে জেনে নিতে হয় কিভাবে যাওয়া যায়, আবার দেখা যায় অনেকের কাছে জিজ্ঞেস করলে হিতে বিপরিত হয়, মানে আপনাকে সঠিক ভাবে না বলে ভুল তথ্য দিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি। আর তাই এই সমস্যা থেকে কেটে উঠার জন্য আজ আমরা আপনাদের শেখাবো এমন একটি টিপস যা দিয়ে এর পর থেকে আপনি নিজে নিজেই ইতালির যেকোন ঠিকানায় কি ভাবে যেতে হবে বা কি দিয়ে যেতে হবে তা বের করে ফেলতে পাড়বেন।

তাহলে আসুন দেখি কি ভাবে কি করবেন। ধরুন আপনাকে কেউ চাকরির জন্য একটি এড্রেস দিলো,এখন এই ঠিকানায় আপনি কি ভাবে যাবেন অন্নের সাহায্য ছাড়া? মনে করি আপনাকে যে ঠিকানাটি দিয়েছে তা হোল via collatina 230 roma এখন আপনি এখানে যেতে হলে কতো নাম্বার বাস/ ট্রাম/মেট্রো ধরে যেতে হবে তা বের করবেন নিজে নিজে। কি ভয় পাচ্ছেন? না ভয় পাওয়ার কিছু নেই। এই ঠিকানাতে কিভাবে যেতে হবে তা জানার জন্য প্রথমে এখানে ক্লিক করুন।

ক্লিক করলে আপনাকে ইতালির সরকারি যানবাহন ATAC এর অফিসিয়াল ওয়েব সাইটের একটি পেজে নিয়ে যাবে। আমি আপনাদের ভালো করে বুঝানোর জন্য  নিচে একটি ছবি দিয়ে দিলাম, নিচের ছবিটি দেখুন।

উপরের ছবিটি দেখুন এটা এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি ইতালির যেই প্রান্তেই থাকেন না কেন সব জাগার যোগাযোগের মাধ্যম গুলো বের করতে পাড়বেন। শুধু আপনার জন্য নয় মনে করেন আপনার এক বন্ধু রোমের বাইরে থেকে ফোনে আপনাকে একটি ঠিকানা দিয়ে বললো দোস্ত একটু দেখোতো আমি এখানে কিভাবে যাব, আর আপনি আপনার ঘরে বসে আপনার বন্ধুকে বলে দিতে পাড়বেন কিভাবে যেতে হবে, কতো নাম্বার বাস ধরতে হবে ইত্যাদি ইত্যাদি। শুধু যে ইতালিতে থেকে এই কাজটি করতে পাড়বেন তা নয়, আপনি বাংলাদেশ থেকেও এই কাজটি আপনার বন্ধুর জন্য করে দিতে পারবেন।কি মজার না ব্যাপারটি? ওকে এবার উপরের ছবিতে দেখুন লেখা রয়েছে LUOGO DI PARTENZA এবং LUOGO DI ARRIVO মানে আপনি কোথা থেকে রউনা করবেন এবং কোথায় যাবেন। এখানে এই সিস্টেম টিকে আপনাদের সুবিধার জন্য এতো সুন্দর ভাবে বানানো হয়েছে যে আপনি আপনার বাসা থেকে আপনার গন্তব্য স্থান পর্যন্ত সকল তথ্য পাবেন। ধরি আপনি যেখানে যাবেন সেই ঠিকানা হোল via collatina 230, roma এবং আপনার বাসার ঠিকানা হোল via di tor pignattara , 20 এবার আমরা বের করবো আপনার বাসা থেকে ওখানে কিভাবে যাবেন।

এখন উপরের ছবিতে যেখানে লেখা রয়েছে LUOGO DI PARTENZA সেখানে আপনার বাসার ঠিকানা লিখুন via di tor pignattara , 20 roma এবং LUOGO DI ARRIVO তে আপনার গন্তব্য স্থানের ঠিকানা লিখুন via collatina 230, roma আমি নিচে আর একটি ছবি দিয়ে দিলাম কিভাবে পূরণ করতে হবে তার বর্ণনা সহ। নিচের ছবিটি দেখুন।

উপরে দেখানো মতো উভয় ঠিকানা পূরণ করে নিচের ছবিতি দেখুন।

এবার এখানে দেখানো এই AVVIA CALCOLO নামক বাটনে ক্লিক করুন, ব্যাস আপনার কাজ শেষ এবার দেখুন আপনাকে পুরো বিস্তারিত জানাচ্ছে যেমন কতো নাম্বার বাস ধরতে হবে, কতো স্তপিজ পড়ে নেমে আবার অন্য আরেকটি বাস ধরতে হবে, কোন বাস কতো সময় পর পর পাওয়া যায়,বা এক বাস থেকে নেমে অন্য বাস ধরতে কতো টুকু হেটে যেতে হবে ও আপনার টোটাল যাত্রার পরিমাপ ইত্যাদি ইত্যাদি। উল্লেখ্য এই প্রোগ্রামটি কিন্তু ইতালিয়ান,ইংলিস,ফ্রান্স ও জার্মান ভাষায় প্রদর্শন করে, আপনি আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করে নিতে পাড়বেন এর জন্য পেজটির উপরে হাতের ডানে চারটি দেশের পতাকা রয়েছে ওখানে যেই পতাকায় ক্লিক করবেন সেই ভাষায় তথ্য প্রদর্শন করবে। এবার নিচের ছবিটিতে আমাদের বের করা ফলাফল দেখুন।

উপরের ছবিতে দেখুন সব বিস্তারিত জানাচ্ছে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আর যদি আপনাদের কারো বুঝতে কোন সমস্যা হয় তাহলে নিচে আমাদের কমেন্ত সেশনে আপনার মন্তব্য লিখে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সাহায্য করতে। আর অবশ্যই এই লেখাটি শেয়ার করে আপনার অন্যান্য পরিচিতদের জানাতে সহযোগিতা করবেন। এবং আমাদের কাছে রয়েছে আপনাদের জন্য আরো অনেক অনেক মজার মজার টিপস যা সত্যিই পালটিয়ে দিবে আপনার প্রবাস জীবন যাপন, কাজেই আমাদের সাথেই থাকুন। নিজে শিখুন এবং অন্যকে শিখতে সাহায্য করুন। এবং সবাইকে বলুন যে এখন আমিওপারি। আর একটি কথা আপনাদের যদি কোন তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমদের সাইটের মাধ্যমে তা সবার কাছে তুলে ধরুন, মনে রাখবেন প্রতিভা লুকায়ে রাখার ভিতর কোন কৃতিত্ব নেই সবার কাছে বণ্টনের মাদ্ধমেই প্রতিভার বহিরপ্রকাস ঘটে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “ঘরে বসে জেনে নিন কি ভাবে ইতালির যে কোন ঠিকানায় কতো নাম্বার বাসে বা কিভাবে যাবেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *