• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির লেক্কা নগরীর ঘটনা, হ্যান্ড ব্রেক না দিলে যা হয়।

Byadilzaman

Jun 14, 2013

ইতালিতে প্রতি বছর এপ্রিল মাস থেকে গরম পড়া শুরু করে, কিন্তু এবছর গরমের জন্য সবাই আস্থির হয়ে অপেক্ষা করলেও,কেন জানি গিস্মের কোন আশঙ্কাই পাওয়া যাচ্ছে না অসময়ে বৃষ্টি, ঝর,তুফান সব মিলিয়ে মানুষের জীবনকে করে তুলেছে অসস্থিকর, অবশেষে গত সপ্তাহ থেকে এই অসস্থির কিছুটা হলেও অবসান ঘটে, মানে অল্প অল্প করে গরম পড়া শুরু করে। আর এটিই মনে হয় এর আসল কারন।

 

কেননা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছে যে, করে গরম আসবে, আর কবে তারা ঘুরতে বেড় হবে। আর এই গরমের ছুটিতেই ইতালির লেক্কা নগরীর ৫২ বছর বয়সের এক ভদ্রলোক তার গাড়ির হ্যান্ড ব্রেক না টেনেই চলে যায় বিচে গোসল করতে, পরে একপর্যায় তার শখের “ভল্কস ওয়াগান” গাড়ীকে আবিস্কার করে একটি খালের ভিতর। ঠিক তার মতো তার গাড়িটিও গোসল করছে প্রচন্দ গরম থেকে রক্ষা পেতে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ইতালির নগরী লেক্কার পর্টো ডি ভিয়ারেজ্জিও এলাকায়। তাই আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান,যাতে তাড়াহুড়া করে গাড়ির হ্যান্ড ব্রেক করতে ভুল না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *