• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলাদেশের তারকাদের ফেসবুক পেজে পর্নোগ্রাফির লিংক!!

Byadilzaman

Jun 14, 2013

বর্তমান যুগ সোস্যাল নেটওয়ার্কের যুগ – বিশেষ করে বলতে গেলে বলতে হয় ফেসবুকের যুগ। আবাল-বৃদ্ধ-বনিতা কেউই ফেসবুকের বাইরে নয়, তাই আর তারকারাইবা পিছিয়ে থাকবেন কেন? না তারাও পিছিয়ে নেই। নামি-দামি প্রায় সব তারকার আছে এক বা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট! আছে এক বা একাধিক ফ্যান পেজও! তবে এই সব অ্যাকাউন্টের সবগুলিই যে বৈধ তার নেই কোনো নিশ্চয়তা। আর কোনটা বৈধ আর কোনটা তার নাম ব্যবহার করে অন্য কেউ ফায়দা লুটছে তারও নেই কোনো ইয়াত্তা।আশ্চর্যের বিষয় হলো, ইদানিং এসব বেশ কিছু অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে অশ্লীল সব ছবি, লিংক! কেউ কেউ এদেশী মিডিয়া সেলিব্রেটিদের সেক্স ভিডিও প্রচার করছেন।অনুসন্ধান করে জানা যায়, এইসব অশ্লীল ছবি বা ভিডিও প্রচারকারী পেযগুলোর কোনোটাই আসল তারকাদের নয় – শুধুমাত্র সেলিব্রেটিদের নাম ব্যবহার করে সহজে বন্ধু বানাবার প্রয়াসেই খোলা হচ্ছে এই সব ফেসবুকের পেজগুলো। আর এই সব পেজের যে লিন্ক গুলো প্রচার করা হচ্ছে তার অধিকাংশই নকল সেলিব্রেটি বা লুক-এলাইকের ছবি বা ভিডিও।

সম্প্রতি শ্রাবস্তী তিন্নির একটি অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সারিকার বোনের সেক্সভিডিওর ছবি। সাথে সাথে দেয়া হচ্ছে ডাউনলোড লিংকও। দীর্ঘদিন ধরে অবিরাম এ কাজটি করে যাচ্ছে অ্যাকাউন্ডটির মালিক।এদিকে জনপ্রিয় অপু বিশ্বাসের একটি অ্যাকাউন্ট থেকেও প্রচার হচ্ছে অশ্লীল সব ছবি, কমেন্ট। মাঝে মাঝে এ অ্যাকাউন্ট থেকে কলগার্লদের নাম্বারও সরবরাহ করা হচ্ছে।আপত্তিকর কাজ হচ্ছে সুমাইয়া সিমু, মোনালিসাসহ বেশ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও। তবে এদের বেশিরভাগই দাবি করেছেন, এসব অ্যাকাউন্ট তাদের নয়। কোন বিবৃত মস্তিস্কের লোক তাদের নাম ও ছবি ব্যাবহার করে এ কাজ করছেন।এবিষয়ে অভিনেত্রী শ্রাবস্তী তিন্নি জানান, যে অ্যাকাউন্টটির কথা বলা হচ্ছে, সেটি আসলে আমার না। কে বা কারা এটি পরিচালনা করছেন তা আমার জানা নেই। তবে তিনি জানান, কারো নাম ব্যাবহার করে এমন কাজ করা অপরাধের পর্যায়ে পড়ে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্টদের ব্যাবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।তারকাদের এই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অনেক দিন ধরেই – তবে এই বিষয়ে নেই কোনো প্রতিকার – কার কাছে প্রতিকার চাইতে হবে তাও জানেন না এই সব তারকাদের অনেকেই।

তাই তারকাদের অনেকেই ফেসবুক ব্যবাহারকারীদের এই সব ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান থাকতে অনুরোধ করেছেন। এ জাতীয় কোনো পেজের সদস্য হবার আগে একটু সতর্কতা অবলম্বনের কথাও বলেছে কেউ কেউ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *