• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রবাসী বাংলাদেশীদের ছবি ফেইথফুল্লি ইওরস

Byadilzaman

Dec 16, 2012

Faithfilly-yours

বাংলাদেশের তরুণ নির্মাতা জোবায়ের আলম নির্মাণ করেছেন ইংরেজি ভাষার ছবি ‘ফেইথফুল্লি ইওরস’. যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে ছবিটি ম্যানহাটনে এমবিএ করার সময় নির্মাতা চলচ্চিত্রটি নির্মাণ করেন। নিউ ইয়র্ক, লাস ভেগাস ও শিকাগোর বাঙালি যুবক-যুবতীর সেখানে মানিয়ে চলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতি উঠে এসেছে ছবির গল্পে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয় ও প্রিয়ন্তী।আমেরিকার কয়েকজন অভিনয়শিল্পীও এতে অভিনয় করেন। এ ছাড়া নিউ ইয়র্ক থিয়েটারের জেসন, জেনিফার ও কুনালসহ আরো অনেকেই অভিনয় করেছেন এ ছবিতে। পরিচালক জানান, নিউ ইয়র্কে ছবিটির একটি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশেও এ ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। দেখুন  এর ভিডিও ট্রাইলার>

[youtube IiMGwOMEUZM?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]] 

৩ thoughts on “প্রবাসী বাংলাদেশীদের ছবি ফেইথফুল্লি ইওরস”
  1. দয়া করে এইসব মুভি/নাটক গুলোর লিংক দিলে খুশী হব। ফেইথফুল্লি ইওরস মুভি টা দেখতে চাই এটা কিভাবে পেতে পারি… Pls help me.

  2. দয়া করে এইসব মুভি/নাটকের লিংক গুলো দিলে খুশী হব। ফেইথফুল্লি ইওরস এই মুভিটা দেখতে চাই এই মুভির লিংকটা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *