• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাংলাদেশী সকল টিভি চ্যানেল সরাসরি দেখুন আমাদের সাইট থেকে।

ByLesar

Aug 12, 2013

সুপ্রিও আমিওপারি ডট কম ভিজিটর বৃন্দ আপনাদের জন্য সুখবর। আমরা আপনাদের কথা চিন্তা করে আমাদের সাইটে বাংলাদেশী টিভি চ্যানেল গুলো সরাসরি দেখার ব্যবস্থা করেছি।যার মাধ্যমে আপনি প্রবাসে থেকেও কম্পিউটার এর মাধ্যমে বাংলাদেশী টিভি চ্যানেল গুলো সরাসরি দেখতে পাবেন। আমাদের সাইটে আমরা খুব সহজভাবে এই চ্যানেল গুলো সেটিং করেছি, যাতে করে যারা নতুন কম্পিউটার শিখছেন তারাও খুব সহজে অপারেট করতে পারেন। আর আপনাদের জন্যতো আমাদের কম্পিউটার ইন্তেরনেট নিয়ে সকল টিপস ও ভিডিও গাইড থাকবেই। এখন থেকে আপনি আমাদের সাইট এর মাধ্যমে কিভাবে কম্পিউটার ব্যবহার করা, কিভাবে ইন্টারনেট ব্যবহার করে নিজেকে যুগের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে নেয়া, কিভাবে বর্তমান যুগের স্মার্ট ফোনে বিভিন্ন প্রোগ্রাম ইন্সটল করা বা কি ভাবে কি করতে হয় ইত্যাদি সব তথ্য,বিনোদনের জন্য বাংলা নাটক,ছবি,গান ইত্যাদি কিভাবে দেখা ও শুনা যায়, প্রবাস জীবনে আপনার যেকোনো জিনিসের ক্রয়/বিক্রয় করার জন্য ফ্রি বিজ্ঞাপন দেওয়া , প্রবাস জীবনে চলতে গেলে প্রয়োজনীয় সকল তথ্য সহ পাবেন আর অনেক অনেক কিছু। বাংলা লাইভ টিভি চ্যানেল ও নাটক, ছবি, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সহ সকল বিনোদনের জন্য আমাদের বিনোদনমূলক সাইট ভিজিট করুন। আমাদের বিনোদনমূলক সাইটে যেতে এখানে ক্লিক করুন। ও লাইভ টিভি চ্যানেল দেখার পেজে যেতে চাইলে এখানে ক্লিক করুন। 

কিছু গুরুত্বপূর্ণ কথা  আপনাদের জন্য রয়েছে আমাদের আরো অনেক অনেক পরিকল্পনা, তবে আমাদের এই উদ্যোগ সফল হতে সময়ের প্রয়োজন। তাই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে কাজ করে নিজেকে ও নিজের প্রতিভাকে তুলে ধরুন সবার কাছে। আপনি চাইলে আপনার জানা যেকোনো তথ্য যা মানুষের কাজে দিবে, সেরকম লেখা লিখে আমাদের সাইটে প্রকাশ করতে পাড়বেন। অনেকে বলেন, আমি বাংলা লিখতে পারি না তাই আমার লেখাগুলো প্রকাশ করতে পাড়ছি না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা, আপনি যদি বাংলা লিখতে না পারেন তাহলে আপনি বাংলিশ এ লিখতে পারেন, যেমন ইংরেজি ওয়ার্ড দিয়ে বাংলায় লেখা। যেমন মনে করুন আপনি লিখতে চান ‘আমার কাছে কিছু তথ্য আছে’। এই লেখা গুলো আপনি বাংলিশ এ লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। বাংলিশে এই লেখাটি লিখলে কেমন হবে তা আমি দেখিয়ে দিচ্ছি… যেমন বাংলিস এ এই লেখাটি লিখলে হবে এরকম (Amar kache kichu tottho ache). তো এখানে আপনি বাংলা টাইপ করতে না পারলেও কোন সমস্যা নেই। আপনি জাস্ট বাংলিশে লিখে আমাদের কাছে আপনার প্রতিভা প্রেরণ করুন আমার আপনার নাম সহ আমাদের সাইটে প্রকাশ করবো এবং আমাদের সাইটে একটি অপশন রয়েছে যেখানে আপনার ছবি সহ আপনার পরিপূর্ণ একটি প্রোফাইল থাকবে, যার মাধ্যমে আপনার লেখা ওয়ার্ল্ড এর সবার কাছে পৌঁছে যাবে, এবং আপনিও হয়ে যাবেন সবার কাছে একজন পরিচিত জন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “বাংলাদেশী সকল টিভি চ্যানেল সরাসরি দেখুন আমাদের সাইট থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *