• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

লাখো কন্ঠে সোনার বাংলার অন লাইন মিডিয়া পার্টনার লাইভ২ওয়েব.টিভি তে সরাসরি দেখা যাবে|

Bydewan chowdhury

Mar 23, 2014

বাংলাদেশ এর ৪৩ তম স্বাধীনতা দিবসে সংস্কৃতি মন্ত্রনালয় কর্তিক লাখো কন্ঠে বাংলাদেশ এর জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড সৃস্টি করে গিনেস বুক অফ রেকর্ড এ নাম লেখানোর যে উদ্যোগ নিয়েছে তাতে অফিসিয়াল একমাত্র অনলাইন ব্রডকাস্টিং পার্টনার “লাইভটুওয়েব”)| নিউ ইয়র্ক ভিত্তিক কোম্পানি “ভিশনবুলু” এর অন্যতম প্রজেক্ট অনলাইন টিভি “লাইভটুওয়েব” প্রাথমিক ভাবে তার কার্যক্রম শুরু করে ইতিমধ্যে অত্যন্ত সফলতার সঙ্গে ও সুনামের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্টান পরিচালনা করে যাচ্ছে| কিছুদিন পূর্বে বাংলাদেশ কম্পিউটার সমিতি কর্তিক ১০ দিন ব্যাপী বি সি এস আই সি টি ফেয়ার সরাসরি লাইভ করে সমিতি থেকে প্রশংসা পত্র পেয়েছে| এ বার জাতীয় ভাবে প্রথমবারের মত অনুষ্টিত “লাখোকন্ঠে সোনার বাংলা” সরাসরি সম্প্রচার এর দায়ীত্ব পেয়েছে| টিভি র মৈধ্যে এক মাত্র বিটিভি সরাসরি সম্প্রচার করবে, তবে অন্যান্য বেসরকারী টিভি, বিটিভি থেকে সরাসরি রিলে করে তাদের নিজ লোগো ব্যবহার করে লাখোকন্ঠে সোনার বাংলা সম্প্রচার করতে পারবে| আগামী ২৬ শে মার্চ বাংলাদেশ সময় সকাল ১১ টায় এবং নিউ ইয়র্ক সময় ২৫ শে মার্চ রাত  টায় অনলাইন লাইভ২ওয়েব.টিভি তে দেখা যাবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *