ইতালিতে ইতালিয়ান এক ব্লগার তার ভিডিও তে ধারন করেছে কিভাবে ইতালির “পুলিশ প্রশাসনের কারাবিনিয়েরি” আইন অমান্য করে জেব্রাক্রচের মধ্যে রাস্তার উপর গাড়ি পারকিং করে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যায়। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারন করে এই ব্লগার। ভিডিওটি ১২ মিনিটের মতো ধারন করা হয়েছে, ভিডিওটি ধারন কালে এলাকার পথচারীদের কাছে জানতে চাইলে তারা বলেন ওদের জন্য সব কিছুই সম্ভভ। এরকম আরো অনেক মন্তব্য করেন পথচারীগন। অবশেষে কারাবিনিয়েরি মিষ্টির দোকান থেকে বেড় হয়ে গারিতে উঠতে গেলে ব্লগারের প্রশ্নের সম্মুখীন হন!!! কিন্তু মজার ব্যাপারটি হোল, ব্লগারকে তারা তদন্ত করা শুরু করে দিল, ভিডিও বন্ধ কর,তোমার ডকুমেন্ট দাও ইত্যাদি ইত্যাদি। নিচের ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পাড়বেন যে ইতালি আর আমাদের বাংলাদেশের পুলিশের মধ্যে কোন ভেদাভেদ নেই।
[youtube -zqzdaTmNi8?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]