• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইডেনের ইতিহাসে সর্বপ্রথম মাইকে আযান দেওয়া হোল

ByLesar

Jun 2, 2013

সুইডেনের ইতিহাসে ৩১ মে ২০১৩ একটা ঐতিহাসিক দিন। এই দিন থেকে  ফিতয়া মসজিদে জুমার আজান বাইরের মাইকে দেয়া শুরু হলো। সুইডেনের প্রায় সকল মুসলিম নেতৃবৃন্দ  এই মসজিদে জুমার নামাজ পড়েছেন।

সুইডেনের রাজধানী স্টকহোমে’র বটরিকা অঞ্চলের ইসলামিক ইউনিয়নের প্রধান ইসমাঈল উগুর, সুইডেনের দৈনিক ‘ডাগেন’কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন : আমরা জীবনের পুরোটা সময় সুইডেনে পার করেছি; কর প্রদান করেছি; আদর্শ নাগরিক হিসেবে নির্বাচিত হয়েছে এবং সুইডেনের বিভিন্ন কাজে আমরা অগ্রনী ভূমিকা রেখেছি; এখন আমাদের সামান্য আবেদন রয়েছে, আমরা ধর্ম স্বাধীনতা চাই।

তিনি বলেন : চলতি বছরের শুরুর দিকে স্টকহোমের একটি মসজিদ হতে আযান প্রচারের অনুমোদনের জন্য আবেদন করি। সংশ্লিষ্ট অধিদপ্তর বিভিন্ন দিক পর্যালোচনা ও পর্যবেক্ষণের পর অবশেষে ১৯৯৪ সালে পাশ হওয়া আযান প্রচারের উপর নিষেধাজ্ঞা শীর্ষক আইন বাতিলের প্রাথমিক সম্মতি প্রদান করা হয়েছে।এ আইন পাশের মাধ্যমে মুসলমানরা অবশেষে এ শহরের মসজিদ হতে আযানের ধ্বনি শোনার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে।জনাব উগুর বলেন : সুইডেনের মুসলমানরা অন্তত জুমআর দিনের জামাতের নামাযের আযান শুনতে চায়। আর সেই মতোই ৩১ মে ২০১৩ থেকে সুইডেনের ইতিহাসে সর্বপ্রথম মাইকে আযান দেওয়া হোল।

[youtube FGVbb5h-nO0?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *