• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ট্যাক্সিচালকের ছদ্মবেশে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোলেনবার্গ

ভোটারদের উৎকণ্ঠার বিষয়গুলো জানতে ট্যাক্সিচালকের বেশ ধরে পুরো একটি বিকাল জনতার সঙ্গে মিশে রইলেন নরওয়ের প্রধানমন্ত্রী জিন স্টোলেনবার্গ। তবে যাত্রীদের কাছে নিজেকে গোপন করেননি।ফেইসবুক, ট্যুইটার ও ইউটিউবে প্রকাশ করা এক ভিডিওতে স্টোলেনবার্গ নিজেই এ কথা জানিয়েছেন। এ বিষয়ে তার বক্তব্য হল, “জনগণ কি ভাবে তা জানা আমার খুব দরকার, সরাসরি তাদের ভাবনা জানার জন্য ট্যাক্সির চেয়ে ভালো কোনো জায়গা নেই।”
আগামী ৯ সেপ্টেম্বর নরওয়ের সাধারণ নির্বাচন। এ নিয়ে দেশটিতে জোর প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার এ পূর্ণ জোয়ারের মধ্যেই ভিডিওটি প্রকাশ করা হল।জুন মাসের এক বিকালে নরওয়ের রাজধানী অসলোর এক ট্যাক্সি চালকের ছদ্মবেশ নেন প্রধানমন্ত্রী স্টোলেনবার্গ। বুকে একটি ব্যাজ লাগিয়ে পুরোপুরি ট্যাক্সি চালকের বেশে কালো একটি মার্সিডিজ নিয়ে বেরিয়ে পড়েন।তার ক্যাবটিতে গোপন একটি ক্যামেরা লাগানো ছিল। এই ক্যামেরার সাহায্যে যাত্রীদের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে।যাত্রীদের মধ্যে একজনের মন্তব্য ছিল, “এ পাশ থেকে তাকে পুরোপুরি আমাদের প্রধানমন্ত্রীর মতো লাগছে।”ট্যাক্সিতে ওঠা এক বয়স্ক নারী প্রধানমন্ত্রীকে চিনে ফেলেন। সুযোগ পেয়ে অফিসের “বস”দের বেশি বেতন নেওয়ার বিষয়ে অভিযোগ করেন তিনি। কর্তাদের লাখ লাখ টাকা বেতন নেয়া উচিত নয় মন্তব্য করে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা করার জন্য অনুরোধ জানান।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *