• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোমে এই প্রথম প্রায় ১৩টি দেশের প্রজাতি মিলে বাণিজ্য ও সাংস্কৃতিক মেলা ২০১৩

ByLesar

May 14, 2013

 

এই প্রথম বারের মতো ইতালির নগরী রোমে বাংলাদেশের আয়োজনে বিশ্বের অন্য ১৩টি দেশ ও সংগঠনের সক্রিয় অংশগ্রহণে বিসাল পরিসরে একটি বেতিক্রমী মেলার আয়োজন। ২৪ থেকে ২৭ মে ২০১৩ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত। স্থানঃ সেন্তোসেল্লে পার্ক,রোম, ক্যাসেলিনা।

মেলায় যে সব দেশ অংশগ্রহণ করবেঃ Bangladesh,Italia,Filipina,India,Colambia,Sri lanka,Equador,Eritrea,China,Peru,Ukraine,Nepal,Bolvia,Nigeria

মেলার আয়োজনে যারা রয়েছেনঃ

আব্দুল রসিদ, আমিনুল রাহমান ভুঁইয়া, আনোইয়ারুল আজিজ বুলু, এম এ আহাদ মজুমদার মিরন, Carlos Britto

Cell: ৩২৮ ২৬৯৭৩৪৫, ৩২৯ ০৩৪৬৯৪৮

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ

৩২৭ ২০৩০১৭৮, ৩২৯ ০৯২৭৮০২

সার্বিক তত্ত্বাবধায়নেঃ মোঃ আলমগীর হোসেন – ৩২০ ৪০৬৪৭৫৭

আহ্বানেঃ লিয়াকত আলী মুকুল, সভাপতি, বাংলা পাঠশালা – ৩২৯ ১৮৪২২৭৭

প্রবাসের মাটিতে আপনার,আমার ও আমাদের দ্বারা আয়োজিত সকল ধরনের সাংস্কৃতিক,রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান যেমনঃ মেলা,গান,খেলা-ধুলা,মিটিং,পিকনিক ও আলোচনা সভা সহ ইত্যাদি সকল অনুষ্ঠানের বিজ্ঞাপন দিতে  ” এখানে ক্লিক করুণ ”।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *